Digha: ২৫ ডিসেম্বর-১ জানুয়ারি দিঘায় 'তুলকালাম' কাণ্ড ...! হোটেলে বাম্পার ডিসকাউন্ট, প্যাকেজ অফার, যাওয়ার আগে জেনে নিন, না হলেই বিরাট মিস!
- Published by:Riya Das
- hyperlocal
- Reported by:Madan Maity
Last Updated:
Digha: দুর্গাপুজোতে ধাক্কা, শীতের ভরা মরশুমকে টার্গেট দিঘার হোটেল ব্যবসায়ীদের। ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি, বর্ষবিদায় আর বর্ষবরণকে ঘিরে দিঘায় এলাহি আয়োজন করা হয়েছে। দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র জানিয়েছেন, পর্যটকদের জন্য বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। বিদেশি ধাঁচের আতশবাজি।
advertisement
1/9

দুর্গাপুজোতে ভাল ব্যবসা হয়নি। তাই এবার দিঘার হোটেল ব্যবসায়ীদের লক্ষ্য শীতের ভরা মরশুমের পর্যটন। আগামী ২৫ ডিসেম্বর থেকে শুরু করে বর্ষবিদায় ৩১ ডিসেম্বর আর নববর্ষ ১ জানুয়ারি—এই সময়টাই এখন তাঁদের মূল টার্গেট।
advertisement
2/9
পুজোর ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর শেষ ভরসা শীতের এই ক’টা দিন। চলতি বছরে দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দিঘার পর্যটন মানচিত্র একেবারই বদলে গেছে। সেই সুযোগেই বহু নতুন ব্যবসায়ী দিঘায় হোটেল লিজ নিয়ে ব্যবসা শুরু করেছেন।
advertisement
3/9
আশা করেছিলেন দুর্গাপুজোকে কেন্দ্র করেই ভাল আয় হবে। কিন্তু বাস্তব চিত্র ছিল একেবারেই উল্টো যায় ।একটার পর একটা দুর্যোগে এবছর দুর্গাপুজোর ব্যবসা কার্যত ভেস্তে যায়। টানা বৃষ্টি, প্রতিকূল আবহাওয়া। সমুদ্র উত্তাল ছিল বহু দিন। শেষ মুহূর্তে একের পর এক বুকিং বাতিল হয়। অনেক পর্যটক দিঘা সফরই বাতিল করেন।
advertisement
4/9
পুজোর ক’টা দিনে দিঘার বেশিরভাগ হোটেলই প্রায় ফাঁকা পড়ে থাকে। লোকসানের মুখে পড়েন দিঘার হোটেল ব্যবসায়ীরা। পুজোর মরশুম শেষ হতেই শুরু হয় শীতের দিকে তাকিয়ে নতুন হিসেব-নিকেশ।
advertisement
5/9
শীতের মরশুমে অবশ্য বরুণ দেবের আশীর্বাদে আবহাওয়া বেশ অনুকূল। ঠান্ডা হাওয়া, মনোরম পরিবেশ। পর্যটকদের কাছে দিঘা আবার আকর্ষণীয় হয়ে উঠেছে।
advertisement
6/9
ব্যবসায়ীদের আশা, এবছর শীতের আমেজে পর্যটকরা দিঘাকেই বেছে নেবেন। সেই আশাতেই প্রস্তুতি শুরু হয়েছে অনেক আগে থেকেই।
advertisement
7/9
ইতিমধ্যেই দিঘার প্রায় ৫০ শতাংশ হোটেলে অগ্রিম বুকিং হয়ে গেছে। অনেক হোটেল এই ভরা মরশুমে পর্যটকদের টানতে আকর্ষণীয় ছাড়ও দিচ্ছে। কোথাও রুম ভাড়ায় বিশেষ ডিসকাউন্ট। কোথাও আবার প্যাকেজ অফার।
advertisement
8/9
৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি, বর্ষবিদায় আর বর্ষবরণকে ঘিরে দিঘায় এলাহি আয়োজন করা হয়েছে। দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র জানিয়েছেন, পর্যটকদের জন্য বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। বিদেশি ধাঁচের আতশবাজি।
advertisement
9/9
নামী শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। নানা ধরনের বিনোদনের আয়োজন থাকছে হোটেল চত্বরে। লক্ষ্য পর্যটকদের বাড়তি আনন্দ দেওয়া। এখন দেখার, এই শীতের ভরা পর্যটন মরশুমে দিঘার হোটেল ব্যবসায়ীরা আদৌ হাসিমুখে নতুন বছরের ব্যবসা শুরু করতে পারেন কি না।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha: ২৫ ডিসেম্বর-১ জানুয়ারি দিঘায় 'তুলকালাম' কাণ্ড ...! হোটেলে বাম্পার ডিসকাউন্ট, প্যাকেজ অফার, যাওয়ার আগে জেনে নিন, না হলেই বিরাট মিস!