TRENDING:

Digha News: পুজোর মুখেই সাংঘাতিক কাণ্ড! এ কী ঘটে গেল দিঘায়? জানলে চমকে যাবেন আপনিও

Last Updated:
Digha News: মাত্র এক সপ্তাহেই বদলাল চিত্রটা। পুজোর মুখেই সাংঘাতিক কাণ্ড দিঘায় ।পুজোর মুখে হাসি উধাও হোটেল ব্যবসায়ী থেকে সাধারণ দোকানদারদের।
advertisement
1/9
পুজোর মুখেই সাংঘাতিক কাণ্ড! এ কী ঘটে গেল দিঘায়? জানলে চমকে যাবেন আপনিও
পুজোর মুখেই বেহাল দশা পর্যটনের। দিঘায় পুজোর মুখে হাসি উধাও হোটেল ব্যবসায়ী থেকে সাধারণ দোকানদারদের। মাত্র এক সপ্তাহেই বদলাল চিত্রটা। আর তাতেই পুজোর সময় হাসি উধাও দিঘার হোটেল ব্যবসায়ী থেকে সাধারণ দোকানদারদের।
advertisement
2/9
পুজোর আগে শেষ মুহূর্তে হোটেল বুকিং প্রায় শূন্য বললেই চলে। অতিবর্ষা ও বন্যা পরিস্থিতির জন্য এবার উৎসব আবহে ভাটা গোটা বাংলায়। তার আঁচ পড়েছে রাজ্যের পর্যটন ব্যবসায়। তৃতীয়া ও চতুর্থীর দিনে তেমন বুকিং না পেয়ে হতাশ দিঘার হোটেল ব্যবসায়ীরা।
advertisement
3/9
বাঙালির বড় উৎসব দুর্গাপুজো শুরু হয়েছে। চারিদিকে এখন উৎসবমুখর আবহাওয়া। কিন্তু এই উৎসবের রেশ এসে পৌঁছাল না দিঘায়। কারণ দিঘায় হোটেল বুকিং এ বিরাট মন্দা। পুজোর চার দিন এবার দিঘা প্রায় ফাঁকা থাকবে বলে মনে করছেন সকলে।
advertisement
4/9
এখনও পর্যন্ত প্রায় সিংহভাগ হোটেলের ঘর ফাঁকা। কিছু কিছু হোটেল পুজোকে ঘিরে আগেভাগে নানা ধরনের প্যাকেজ চালু করেছিল। হাতেগোনা কয়েকটি এমন হোটেল ছাড়া দিঘা-সহ পাশের মন্দরমণি, তাজপুর এবং শঙ্করপুর পর্যটন কেন্দ্রের প্রায় হোটেলেরই পুজোয় ব্যবসার হাল পুরো বেহাল।
advertisement
5/9
এ বিষয়ে দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী জানান, 'এবার পুজোয় পর্যটন শিল্পের বেহাল হাল! বিশেষ করে দিঘায়। দিঘায় কিছু দিন আগেও হোটেল বুকিং-এ ভাল সাড়া মিলছিল। ভিড় হবে আগের বারের মত, এমনটাই আশা করা হয়েছিল। কিন্তু মহালয়ার পর চতুর্থীতে এসেও হোটেল বুকিং-এ সাড়া নেই।
advertisement
6/9
বিগত বছর গুলিতে হোটেল বুকিং-এর জন্য ফোনের ওপর ফোন আসত। ফোন ধরতে ধরতেই নাওয়া খাওয়ার সময় থাকত না। কিন্তু এবার পুরোপুরি উল্টো চিত্র। দু-একটি হোটেল ছাড়া বেশিরভাগ হোটেলেই কুড়ি শতাংশের মতো বুকিং হয়েছে। মনে হয় পুজোর চারদিন দিঘায় তেমন ভিড় হবে না।'
advertisement
7/9
পূর্ব মেদিনীপুর জেলার দিঘা পর্যটকদের কাছে বরাবরই জনপ্রিয়। কাজের ফাঁকে বেড়াতে যাওয়ার ইচ্ছে জাগলেই বাঙালির প্রথম যে নামটা মাথায় আছে তা হল দিঘা। কম খরচে সমুদ্রের মজা উপভোগ করতে আসেন কাছের দিঘায়। দিঘা বাঙালির কাছে গোয়া।
advertisement
8/9
পূর্ব মেদিনীপুর জেলার দিঘা পর্যটকদের কাছে বরাবরই জনপ্রিয়। কাজের ফাঁকে বেড়াতে যাওয়ার ইচ্ছে জাগলেই বাঙালির প্রথম যে নামটা মাথায় আছে তা হল দিঘা। কম খরচে সমুদ্রের মজা উপভোগ করতে আসেন কাছের দিঘায়। দিঘা বাঙালির কাছে গোয়া।
advertisement
9/9
দিঘার রুপের টানেই প্রায়ই পর্যটকদের ভিড়ে জমজমাট থাকে। শুধু উইকেন্ড নয় পুজোর ছুটি বা উৎসবের মরশুমে দিঘায় উপচে পড়া ভিড় দেখা যায়। এবার হোটেল বুকিং-এর বহর দেখে অনুমান করা যায় পুজোর ছুটিতে মার খাবে দিঘার পর্যটন শিল্প।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha News: পুজোর মুখেই সাংঘাতিক কাণ্ড! এ কী ঘটে গেল দিঘায়? জানলে চমকে যাবেন আপনিও
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল