Digha News: দিঘায় শুরু ‘বিচ ফেস্টিভ্যাল’...! ২৪-২৫ ও ৩০-৩১ বিরাট ভোলবদল , প্রবেশপথ-পার্কিং কোথায়? বড়দিনে যাওয়ার আগে দেখে নিন ম্যাপ
- Reported by:Madan Maity
- hyperlocal
- Published by:Riya Das
Last Updated:
Digha News: পর্যটকদের ভিড় সামলাতে দিঘায় নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা যথেষ্ট কড়া করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার কাঁথি অতীশ বিশ্বাস জানান, '২৪ ও ২৫ ডিসেম্বর এবং ৩০ ও ৩১ ডিসেম্বর দিঘার প্রবেশদ্বার থেকে কোনও টোটো ঢুকতে দেওয়া হবে না। পর্যটকদের এবং রুটের সমস্ত বাস বাইপাস হয়ে যাতায়াত করবে। দিঘায় মোট সাতটি পার্কিং পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। সেখানেই পর্যটকদের গাড়ি রাখতে হবে৷'
advertisement
1/6

বড়দিনের আগে নতুন সাজে সেজে উঠেছে সৈকত নগরী দিঘা। ওল্ড দিঘা থেকে নিউ দিঘা সর্বত্র চোখে পড়ছে ঝলমলে আলোর সাজ। দিঘার রাস্তার দু’পাশ থেকে মোড়ে মোড়ে বসানো হয়েছে রংবেরঙের আধুনিক আলো। ক্রিসমাস ট্রি, তারা ও নানান ডিজাইনের আলোয় আলোকিত হয়ে ওঠেছে সমুদ্র তীর। আলোর রোশনাইয়ে যেন সমুদ্রতীর উজ্জ্বল হয়ে উঠেছে। কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে নতুন সাজের রাতের দিঘা দেখতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। (তথ্য ও ছবি : মদন মাইতি)
advertisement
2/6
শুধু সমুদ্রতীর নয়, দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরও আলোক শয্যায় সাজিয়ে তোলা হয়েছে। মন্দিরের সামনে রাস্তা থেকে শুরু করে মন্দিরের ভেতর, সর্বত্র আলোক শয্যায় সাজানো হয়েছে। রাত নামলেই আলোয় ঝলমল করে উঠছে মন্দির চত্বর। এই আলোকসজ্জা দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন ভক্ত ও পর্যটকরা। মন্দির কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, গত কয়েক দিনে জগন্নাথ মন্দিরে ভক্তদের সংখ্যা কয়েকগুণ বেড়েছে। সন্ধ্যার পর ভক্ত সমাগম সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে।
advertisement
3/6
দিঘায় বেড়াতে আসা এক পর্যটক মনোজ মাইতি বলেন, তিনি বহুবার দিঘায় বেড়াতে এসেছেন। কিন্তু এবারের দিঘা যেন সম্পূর্ণ নতুন রূপে ধরা দিয়েছে। যেখানে যাচ্ছেন সেখানেই চোখে পড়ছে রংবেরঙের আলো। বড়দিনের আগে এমন সাজ তিনি আগে কখনও দেখেননি। সমুদ্রতীর থেকে শুরু করে শহরের রাস্তা সব জায়গাই আলোর সাজে মন কেড়ে নিচ্ছে। জগন্নাথ মন্দিরেও আলোকসজ্জা দেখে তিনি খুবই মুগ্ধ বলে জানান।
advertisement
4/6
জগন্নাথ মন্দির উদ্বোধনের পর এটাই প্রথম বড়দিন এবং বর্ষবিদায়-বর্ষবরণ অনুষ্ঠান। মন্দির উদ্বোধনের পর থেকেই দিঘায় পর্যটকদের সংখ্যা দ্রুত বেড়েছে। উৎসবের মরশুম শুরু হওয়ায় সেই সংখ্যা আরও বাড়ছে। হোটেল মালিক অ্যাসোসিয়েশনের সূত্রে খবর, বছরের শেষের আগেই দিঘায় পর্যটক সংখ্যা কোটি ছুঁই ছুঁই করছে। ইতিমধ্যেই অধিকাংশ হোটেল, লজ ও গেস্ট হাউসের বুকিং সম্পূর্ণ ভর্তি হয়ে গিয়েছে।
advertisement
5/6
পর্যটকদের ভিড় সামলাতে দিঘায় নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা যথেষ্ট কড়া করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার কাঁথি অতীশ বিশ্বাস জানান, '২৪ ও ২৫ ডিসেম্বর এবং ৩০ ও ৩১ ডিসেম্বর দিঘার প্রবেশদ্বার থেকে কোনও টোটো ঢুকতে দেওয়া হবে না। পর্যটকদের এবং রুটের সমস্ত বাস বাইপাস হয়ে যাতায়াত করবে। দিঘায় মোট সাতটি পার্কিং পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। সেখানেই পর্যটকদের গাড়ি রাখতে হবে৷'
advertisement
6/6
সব মিলিয়ে বড়দিন ও বর্ষবরণের আগে দিঘা এখন পুরোপুরি উৎসবের মেজাজে। রাতের আলোকসজ্জা, জগন্নাথ মন্দিরের আকর্ষণ এবং পর্যটকদের ভিড়ে জমজমাট সৈকত নগরী। নতুন সাজে দিঘা এখন রাজ্যের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। আগামী কয়েকদিনে পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। (তথ্য ও ছবি : মদন মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha News: দিঘায় শুরু ‘বিচ ফেস্টিভ্যাল’...! ২৪-২৫ ও ৩০-৩১ বিরাট ভোলবদল , প্রবেশপথ-পার্কিং কোথায়? বড়দিনে যাওয়ার আগে দেখে নিন ম্যাপ