Digha: উইকেন্ডে দিঘা যাওয়ার প্ল্যান? যাওয়ার আগে 'এই' নির্দেশ জানুন না জানলেই পস্তাবেন, বিরাট পদক্ষেপ নিল প্রশাসন
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Digha: দিঘায় সতর্কতা মূলক পদক্ষেপ হিসাবে, ওল্ড দিঘা থেকে নিউ দিঘা সৈকত সরণী বরাবর দড়ির ব্যারকেড করা হয়েছে। এছাড়াও পর্যটকদের সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি হয়েছে।
advertisement
1/8

দিঘা: নিম্নচাপ ও ভরা কোটালে উত্তাল সমুদ্র। দিঘায় তীব্র জলোচ্ছ্বাস। ফলে সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি হয়েছে। দিঘায় এদিন জোয়ারের সময় প্রবল জলোচ্ছ্বাস লক্ষ্য করা গেল। দানবীয় ঢেউ আছড়ে পড়ছে দিঘার সৈকত সরণীতে। আর জলোচ্ছ্বাসে ভিজে আনন্দে আত্মহারা পর্যটকেরা।
advertisement
2/8
জেলা তথা রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিঘা বর্ষা সব ঋতুতেই সমান জনপ্রিয় পর্যটকদের কাছে। সমুদ্রের মাতাল করার জলোচ্ছ্বাস পর্যটকদের আরও বেশি আকর্ষিত করছে। হওয়ায় জোয়ারের সময় ফুলে ফেঁপে উঠছে সমুদ্রের জল। প্রশাসনিক তরফে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে।
advertisement
3/8
বঙ্গোপসাগরে নিম্নচাপের মেঘ! বইছে ঝড় হাওয়া। হওয়ায় ফুলে ফেঁপে উঠছে সমুদ্রের জল। আর বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে দিঘা সৈকত সরণীর গার্ড ওয়ালে। প্রতি সপ্তাহে দিঘায় পর্যটকের ভিড় বাড়ছে। সমুদ্রের ভয়ঙ্কর রূপ উপভোগ করার জন্য বহু পর্যটক এসেছেন।
advertisement
4/8
এমনিতেই প্রতি ঋতুতে দিঘায় পর্যটকের সংখ্যা বেশি হয়। পর্যটকরা এলেও সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিন সকালে ঝড়ো হাওয়ার ফুলে ওঠেছে সমুদ্রের জল। সমুদ্র উত্তাল থাকায় পর্যটকদের সমুদ্রে নামতে বাধা দিচ্ছে পুলিশ প্রশাসন। সৈকত সরণী জুড়ে মোতায়ন করা হয়েছে নুলিয়া ও পুলিশ।
advertisement
5/8
দিঘায় সতর্কতা মূলক পদক্ষেপ হিসাবে, ওল্ড দিঘা থেকে নিউ দিঘা পর্যন্ত সৈকত সরণী বরাবর দড়ির ব্যারকেড করা হয়েছে। এছাড়াও পর্যটকদের সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এ বিষয়ে রামনগরে ১ ব্লকের বিডিও পূজা দেবনাথ জানান, নিম্নচাপের কারণে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
6/8
সেই মত সতর্ক রয়েছে প্রশাসন। বিপর্যয় মোকাবেলা কেন্দ্রগুলি রেডি রাখা হয়েছে। সেই সঙ্গে কুইক রেসপন্স টিম তৈরি করা হয়েছে। পর্যটকদের জন্য দিঘায় দড়ির ব্যারিকেড ঘেরার পাশাপাশি, উত্তাল সমুদ্রে স্নানে নিষেধাজ্ঞা জারি হয়েছে। পর্যটকদের সতর্ক করতে সৈকত সরণীতে মাইকিং করা হচ্ছে।
advertisement
7/8
সমুদ্রের জলোচ্ছ্বাস দিঘাকে পর্যটকদের কাছে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। সমুদ্রের এই ভয়ঙ্কর সুন্দর রূপে মজে ওঠে পর্যটকেরা। সমুদ্রের এই ভয়ঙ্কর রূপ দেখতে সৈকত সরণীতে হাজির হয় পর্যটকেরা।
advertisement
8/8
হাওয়ায় জোয়ারের সময় উত্তাল সমুদ্র। দানবীয় ঢেউ গার্ড ওয়াল টপকে আছড়ে পড়ে সৈকত সরণীতে। উত্তাল সমুদ্রে নেমে সমুদ্র স্নানের মজা না নিতে পারলেও জলোচ্ছ্বাসের বড় বড় ঢেউর ঝাপটায় সমুদ্র স্নানের তারিয়ে তারিয়ে উপভোগ করল পর্যটকেরা। দিঘায় আসা পর্যটকেরা শুধু সমুদ্র দর্শন নয় তার সঙ্গে জগন্নাথ মন্দির ও তীব্র জলোচ্ছ্বাসের বাড়তি মজা তারিয়ে তারিয়ে উপভোগ করছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha: উইকেন্ডে দিঘা যাওয়ার প্ল্যান? যাওয়ার আগে 'এই' নির্দেশ জানুন না জানলেই পস্তাবেন, বিরাট পদক্ষেপ নিল প্রশাসন