Digha News: ওজন ৫০০ কেজি! ইলিশ-বোয়াল নয়, দিঘায় এই দৈত্যাকার মাছই এখন খবরের হেডলাইনে! দাম আরও চমকদার!
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
মাছটির ওজন প্রায় ৫০০ কেজি। এত বড় মাছ থেকে চক্ষু চড়কগাছ মৎস্যজীবীদের
advertisement
1/6

দিঘা মোহনা মৎস নিলাম কেন্দ্রে উঠল বৃহৎ আকৃতির সামুদ্রিক মাছ। মাছটির ওজন প্রায় ৫০০ কেজি। এত বড় মাছ থেকে চক্ষু চড়কগাছ মৎস্যজীবীদের।
advertisement
2/6
পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারতের বৃহত্তম মৎস্য উৎপাদন ক্ষেত্র দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্র। প্রতিবছর মাছ ধরার মরশুমে নানান প্রজাতির সামুদ্রিক মাছের যোগান দেখতে পাওয়া যায় নিলাম কেন্দ্রে।
advertisement
3/6
ইলিশ, চিংড়ি পমফ্রেট, ভোলা সহ বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের কেনাবেচা চলে দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে। এর পাশাপাশি প্রতিবার মাছ ধরার মরশুমে নানান ধরনের বড় বড় সামুদ্রিক মাছ উঠে আসে।
advertisement
4/6
চলতি মাছ ধরার মরশুমে দৈত্যকার কইভোলা মাছের পাশাপাশি বহু মূল্যবান তেলিয়া ভোলা মাছ উঠেছে দিঘা মোহনায় মৎস্য নিলাম কেন্দ্রে। এবার দিঘা মোহনায় উঠল ৫০০ কেজি ওজনের হাঙ্গর মাছ।
advertisement
5/6
দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রের মৎস্যজীবীরা জানিয়েছেন, এ ধরনের মাছ মূলত গভীর সমুদ্রে পাওয়া যায়। সচরাচর এত বড় হাঙ্গর মাছ দেখা যায় না। চলতি মরশুমে এই প্রথম এত বড় হাঙ্গর মাছ উঠল নিলাম কেন্দ্রে।
advertisement
6/6
মাছটি ওড়িশার এক ব্যক্তির ট্রলারে ধরা পড়ে। ওড়িশা থেকে মাছটি দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে নিয়ে আসা হয়। কলকাতার এক মাছের কোম্পানি ৫০০ কেজি ওজনের হাঙ্গর মাছটি মাত্র ৬০ হাজার টাকায় কিনে নেয়।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha News: ওজন ৫০০ কেজি! ইলিশ-বোয়াল নয়, দিঘায় এই দৈত্যাকার মাছই এখন খবরের হেডলাইনে! দাম আরও চমকদার!