TRENDING:

সমুদ্র বরাবর লং ড্রাইভ! দিঘা মেরিন ড্রাইভ কেমন হবে? উদ্বোধনের আগে ছবিতেই তার এক ঝলক

Last Updated:
মেরিন ড্রাইভ গড়ে ওঠার ফলে সমুদ্রের পাশ বরাবর দিঘা থেকে শংকরপুর, মান্দারমণি যেহেতু জুড়ে যাচ্ছে, সে কারণে খুশি দিঘার পর্যটকরা।
advertisement
1/5
সমুদ্র বরাবর লং ড্রাইভ! দিঘা মেরিন ড্রাইভ কেমন হবে? উদ্বোধনের আগে তার এক ঝলক
সমুদ্রকে পাশে রেখে গাড়িতে চড়েই অনেকখানি পথ পাড়ি দেওয়া। দিঘা থেকে শংকরপুর হয়ে মান্দারমণি। পর্যটকদের জন্য নতুন এই সমুদ্র পথ৷ মেরিন ড্রাইভের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার পুর্ব মেদিনীপুরের জেলাশাসক ভবনের কনফারেন্স হলে জেলার প্রশাসনিক বৈঠক থেকেই এটির উদ্বোধন করবেন তিনি। যে খবরে খুশি পর্যটক থেকে স্থানীয় বাসিন্দা, সকলেই। (সুজিত ভৌমিকে)
advertisement
2/5
পর্যটকরা যেমনটা চান। ঠিক তেমনটাই যেন সমুদ্রের সৈকত বরাবর গড়ে উঠেছে। দিঘার সমুদ্র পথ ধরে গড়ে উঠেছে দিঘার এই মেরিন ড্রাইভ। যে পথ ধরে সমুদ্রকে সাক্ষী রেখে দিঘা থেকে খুব সহজেই পর্যটকরা পৌঁছে যেতে পারবেন সমুদ্র লাগোয়া অন্য পর্যটন কেন্দ্রগুলিতেও।
advertisement
3/5
একসঙ্গে যাতে দিঘা, শংকরপুর, মান্দারমণি, তাজপুরের মতো পর্যটন ক্ষেত্রগুলিতে পৌঁছে যাওয়া যায়৷ সেই লক্ষ্যেই মেরিন ড্রাইভের পরিকল্পনা এবং তারই উদ্বোধন বুধবার পুর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক বৈঠক থেকেই করবেন মুখ্যমন্ত্রী।
advertisement
4/5
মেরিন ড্রাইভ গড়ে ওঠার ফলে সমুদ্রের পাশ বরাবর দিঘা থেকে শংকরপুর, মান্দারমণি যেহেতু জুড়ে যাচ্ছে, সে কারণে খুশি দিঘার পর্যটকরা।
advertisement
5/5
জানা গিয়েছে, অন্য অনেক নতুন প্রকল্পের পাশাপাশি বুধবার জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী দিঘার এই মেরিন ড্রাইভেরও উদ্বোধন করবেন। যাকে ঘিরে উৎসাহ বাড়ছে পুরোদমেই।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
সমুদ্র বরাবর লং ড্রাইভ! দিঘা মেরিন ড্রাইভ কেমন হবে? উদ্বোধনের আগে ছবিতেই তার এক ঝলক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল