Digha News: আচমকা কী এমন ঘটল ? পুজোয় নেই অগ্রিম বুকিং, পর্যটকদের কাছে কি গুরুত্ব হারাচ্ছে দিঘা-মন্দারমণি? চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের কপালে
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Madan Maity
Last Updated:
Digha News: দুর্গাপূজা উপলক্ষে দিঘায় জমকালো আয়োজন থাকলেও, হোটেল বুকিং ৫০% এর কাছাকাছি। নিম্নচাপের আশঙ্কা ও আবহাওয়ার ভয়ে পর্যটকদের অভাবে দিঘা-মন্দারমণির পর্যটন শিল্পে মন্দা।
advertisement
1/6

দিঘায় দুর্গাপুজোকে কেন্দ্র করে জাঁকজমকপূর্ণ আয়োজন হলেও পর্যটকের ভিড় তেমন দেখা যাচ্ছে না। সুদৃশ্য মণ্ডপ, রঙিন আলোকসজ্জা, সাজানো সৈকত শহরের রাস্তা সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হলেও হোটেল ও লজ মালিকদের মুখে হতাশার ছাপ। যাঁদের জন্য এই সব আয়োজন, সেই পর্যটকদের আগমন এখনও ধরা দিচ্ছে না। দুর্গাপুজোর কয়েকটা দিনকে ঘিরে সাধারণত বুকিংয়ের হিড়িক পড়ে, কিন্তু এবার অগ্রিম বুকিং সংখ্যা আশানুরূপ নয়।
advertisement
2/6
আগামী রবিবার মহাষষ্ঠী। তারপর টানা ছুটি থাকছে ২ অক্টোবর পর্যন্ত। এ সুযোগে সাধারণত দিঘা-মন্দারমণিতে পর্যটকের ভিড় উপচে পড়ে। কিন্তু এবছর বুকিংয়ের চিত্র সেই আশাকে ধাক্কা দিচ্ছে। হোটেল মালিকরা জানিয়েছেন, এই সময়ে অন্তত ৮০ থেকে ৯০ শতাংশ রুম বুকড হয়ে যায়। কিন্তু এখন পর্যন্ত খবর অনুযায়ী, বুকিংয়ের হার অর্ধেকের কাছাকাছি। এতে স্থানীয় ব্যবসায়ী মহলে উদ্বেগ বাড়ছে। পর্যটকের অভাবে উৎসবের আমেজ যে ম্লান হতে পারে, সেই আশঙ্কাও জোরদার হচ্ছে।
advertisement
3/6
বছর দিঘায় নতুন জগন্নাথ মন্দির উদ্বোধনের পর প্রথম দুর্গাপুজো। অনেকেরই প্রত্যাশা ছিল, পুরীর মতোই দিঘাতেও পর্যটক উপচে পড়বে। নিয়মিত বিশেষ পূজা আয়োজনের পাশাপাশি দিঘায় বহু জায়গায় হচ্ছে ‘বিগ বাজেটের’ দুর্গাপুজো। ওল্ড ও নিউ দিঘা মিলিয়ে দেড় হাজারেরও বেশি হোটেল লজ রয়েছে। সেগুলি ইতিমধ্যে আকর্ষণীয় সাজে সেজে উঠেছে। কিন্তু বুকিং আশানুরূপ না হওয়ায় ব্যবসায়ীরা বলছেন, সাজসজ্জার উজ্জ্বলতাই যেন ফিকে হয়ে যাবে। ফলে অনেকেই হতাশ হয়ে পড়েছেন।
advertisement
4/6
দিঘা-শঙ্করপুর হোটেল মালিক সংগঠনের সভাপতি সুশান্ত পাত্র জানিয়েছেন, “বর্তমানে প্রায় ৫০ শতাংশ ঘর ফাঁকা রয়েছে। অন্যান্য বছর এই সময় হোটেলে পা রাখা যায় না। অথচ এ বছর বুকিংয়ের হারে ভয়ঙ্কর ধস নেমেছে। যদি শেষ মুহূর্তে বুকিং বাড়ে, তবেই পরিস্থিতি কিছুটা সামলানো সম্ভব।” শুধু দিঘা নয়, মন্দারমণিতেও একই ছবি।
advertisement
5/6
এদিকে বৃহস্পতিবার থেকে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলায় টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে দুর্গাপুজোর দিনগুলোতে দিঘা বা মন্দারমণি যাওয়ার পরিকল্পনা থেকে অনেকেই সরে আসছেন। অনিশ্চিত আবহাওয়া ও সমুদ্রের উত্তাল চেহারার কারণে পর্যটকরা ঝুঁকি নিতে চাইছেন না। স্থানীয় ব্যবসায়ী মহল মনে করছে, আবহাওয়ার ভয়ই এ বছর পর্যটনের প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।
advertisement
6/6
পর্যটননির্ভর দিঘা ও মন্দারমণির অর্থনীতি এভাবেই সমস্যায় পড়েছে। শুধুমাত্র হোটেল-লজ নয়, রেস্তোরাঁ, বাজার থেকে শুরু করে টোটোচালক— সকলেই ক্ষতির মুখে। তবে স্থানীয় উদ্যোক্তারা আশাবাদী, শেষ মুহূর্তে অন্তত কিছু পর্যটক বুকিং করবেন। আবহাওয়া অনুকূলে থাকলে পুজোর দিনে ভিড় কিছুটা হলেও বাড়তে পারে। তাঁদের মতে, দিঘার সৌন্দর্য, জগন্নাথ মন্দির ও বিগ বাজেটের পুজোগুলি শেষ পর্যন্ত অন্তত কিছুটা আলোড়ন তুলতে সক্ষম হবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha News: আচমকা কী এমন ঘটল ? পুজোয় নেই অগ্রিম বুকিং, পর্যটকদের কাছে কি গুরুত্ব হারাচ্ছে দিঘা-মন্দারমণি? চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের কপালে