Digha jagannath temple: পুরীর মতোই উড়ল ধ্বজা, মহাযজ্ঞে পূণ্যাহুতি মমতার! মঙ্গলে কী কী হল দিঘার জগন্নাথ মন্দিরে?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Digha jagannath temple: দ্বারোদ্ঘাটনের আগের দিন আয়োজন করা হয়েছে বিশেষ হোমযজ্ঞের।
advertisement
1/7

বুধবার অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় উদ্বোধন হবে নবনির্মিত জগন্নাথ মন্দিরের। সোমবারই দিঘায় পৌঁছে গিয়েছেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। মঙ্গলবার মঙ্গলপুজোয় যোগ দিলেন মমতা।
advertisement
2/7
দ্বারোদ্ঘাটনের আগের দিন আয়োজন করা হয়েছে বিশেষ হোমযজ্ঞের। মঙ্গলবার সকাল ৯ টা নাগাদ শুরু হয়েছে এই যজ্ঞ। সারাদিন ধরে চলবে মহাযজ্ঞ। জগন্নাথ মন্দির প্রাঙ্গণে মহাযজ্ঞে পুণ্যআহুতি দিলেন মমতা।
advertisement
3/7
পুরীর মতোই দিঘার জগন্নাথ মন্দিরেও উড়ল ধ্বজা। আগামীকাল মন্দির উদ্বোধনের পর থেকে প্রতিদিন উঠবে এই ধ্বজা, বলেই জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর হাত থেকে ধ্বজা নিয়ে চুড়োয় উঠে ধ্বজাস্থাপন করা হয়। করজোড়ে দাঁড়িয়ে তাকিয়ে থাকলেন মুখ্যমন্ত্রী।
advertisement
4/7
গতকাল, সোমবারই দিঘায় পৌঁছে গিয়েছেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও গিয়েছেন সোমবার গিয়েছেন দিঘায়।
advertisement
5/7
জগন্নাথ মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সৈকত শহরে সাজো সাজো রব। জানা গিয়েছে, এক কোটি মন্ত্রোচ্চারণে জগন্নাথদেবের প্রাণপ্রতিষ্ঠা হবে বিশেষ উপাচারে। তারপর হবে জগন্নাথ মন্দিরের উদ্বোধন।
advertisement
6/7
গতকাল দিঘায় পৌঁছে মন্দির চত্বর ঘুরে দেখেন মুখ‍্যমন্ত্রী। তিনি জানান, ‘‘দিঘায় মন্দিরের কাজ খুব ভাল হয়েছে। এখানে আগে প্রাণপ্রতিষ্ঠার কাজ হবে। তারপর হবে উদ্বোধন হবে। এখানে জগন্নাথ মন্দির গড়ে ওঠার ফলে নবীন প্রজন্ম, প্রবীণ মানুষজন সকলেরই একটা আধ্যত্মিকতার জায়গা তৈরি হল।"
advertisement
7/7
গতকাল থেকেই শুরু হয় মহাযজ্ঞ। কাঁসরঘণ্টা, উলুধ্বনিতে মাতোয়ারা মন্দিরচত্বর। উদ্বোধনের প্রাক্কালে পুরীর রাজেশ দ্বৈতাপতি এবং ইসকন প্রতিনিধি রাধারমন দাস পুজো পার্বণ ও হোমযজ্ঞ চালাচ্ছেন শাস্ত্রীয় আচার মেনেই।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha jagannath temple: পুরীর মতোই উড়ল ধ্বজা, মহাযজ্ঞে পূণ্যাহুতি মমতার! মঙ্গলে কী কী হল দিঘার জগন্নাথ মন্দিরে?