TRENDING:

Digha Jagannath Temple Rathyatra: দিঘায় জগন্নাথ মন্দিরে এ বছরই ধুমধাম করে রথযাত্রা? মন্দিরের দরজা খুলবে কবে? মমতার ট্যুইটে জল্পনার অবসান

Last Updated:
Digha Jagannath Temple Rathyatra: দুর্গাপুজোর সময় দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দিঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রা হচ্ছে না এ বছর।
advertisement
1/7
দিঘায় জগন্নাথ মন্দিরে এ বছরই ধুমধাম করে রথযাত্রা? মন্দিরের দরজা খুলবে কবে?জানুন
*চলতি বছর রথে দিঘার জগন্নাথ মন্দিরের রথের চাকা গড়াবে কি? মাঝে মাত্র আর একটা দিন তারপরেই রথযাত্রা। এবার রথযাত্রায় দিঘার জগন্নাথ মন্দিরের রথের চাকা গড়াবে কিনা সেদিকেই নজর রয়েছে বাঙালির।
advertisement
2/7
*দিঘা জগন্নাথ মন্দির নির্মাণ কাজ শুরু হওয়ার দিন থেকেই এই মন্দির ঘিরে মানুষের উন্মাদনা ও উৎসাহের খামতি নেই। দিন যত গড়াচ্ছে দিঘা জগন্নাথ মন্দির নিয়ে মানুষের কৌতূহল বাড়ছে। কবে হবে মন্দির উদ্বোধন রথের দিন আদৌও রথের চাকা গড়াবে কিনা মানুষের জানার আগ্রহ বাড়ছে।
advertisement
3/7
*দিঘায় জগন্নাথ মন্দিরের রথযাত্রা উৎসব ঘিরে মানুষের মনের উৎসাহকে আরও বেড়ে যায় প্রশাসনের রথ নিয়ে প্রস্তুতি শুরু হওয়ায়। দিঘায় রথযাত্রার ঠিক দু'দিন আগে প্রশাসনের সাজো সাজো রব ছিল চোখে পড়ার মতো।
advertisement
4/7
*দিঘা থানার অদূরের এই রাস্তা ধরেই যেতে হয় জগন্নাথঘাটের জগন্নাথ মন্দিরে। সেখানেই মাসির বাড়ির আয়োজন। উল্টোরথ পর্যন্ত মন্দিরের সামনে এসে থাকবে জগন্নাথদেবের রথ নন্দীঘোষ, বলরামের রথ তলধ্বজ, এবং সুভদ্রার রথ দলদর্পণ। তার বন্দোবস্তও চোখে পড়েছে। নতুন পথবাতি বসানো, মাটি সমান করা এমন নানান কাজের ব্যস্ততা চোখে পড়ার মতো।
advertisement
5/7
*জগন্নাথ মন্দিরের কাজ পরিদর্শনে যান পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাজি-সহ একাধিক অধিকারিকেরা। এমনকি রথযাত্রা বিষয়ে একটি বৈঠক হয়। কিন্তু প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দিঘার জগন্নাথ মন্দির নির্মাণ কাজ সম্পন্ন হয়নি। তাই এ বছর রথযাত্রা হচ্ছে না।
advertisement
6/7
*পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে সাদৃশ্যপূর্ণ নির্মাণশৈলী ও প্রায় সমোচ্চতার মন্দির নির্মাণের যে কর্মযজ্ঞ তা এখনও অসম্পূর্ণ। নির্মাণ কাজের যা গতি এবং অগ্রগতি তাতে করে আরও কিছু মাস সময় লাগবে মন্দির সম্পূর্ণ রূপে নির্মাণ হতে। দুর্গাপুজোর সময় মন্দির উদ্বোধন হওয়ার সম্ভাবনা।
advertisement
7/7
*আজ শুক্রবার বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, পুরীর মতো দিঘাতেও আগামী দিনে রথযাত্রা উদযাপন হবে। ট্যুইট করে মুখ্যমন্ত্রী জানান, এ বছর সেখানে রথ না চললেও সামনের বছর থেকেই দিঘাতে রথযাত্রা উদযাপন হবে। কিছু কাজ ও প্রক্রিয়া এখনও বাকি রয়েছে, সেগুলো সম্পূর্ণ হবে দ্রুত। আগামী বছর থেকেই দিঘার জগন্নাথ মন্দিরে রথের রশিতে টান পড়বে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha Jagannath Temple Rathyatra: দিঘায় জগন্নাথ মন্দিরে এ বছরই ধুমধাম করে রথযাত্রা? মন্দিরের দরজা খুলবে কবে? মমতার ট্যুইটে জল্পনার অবসান
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল