Digha: পুরীর আর দিঘার জগন্নাথ মন্দির কি পুরোই এক? রয়েছে বিরাট এক পার্থক্য! সবার প্রথমে জানুন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
Digha: পুরীর আদলে তৈরি হলেও, এই জগন্নাথ মন্দিরে নিম কাঠের বিগ্রহ না। মার্বেল পাথরের মূর্তিতেই প্রাণ প্রতিষ্ঠাতা হবে বলে জানা যায় প্রশাসনের পক্ষ থেকে।
advertisement
1/7

*দিঘায় পুরীর আদলে জগন্নাথ মন্দির নির্মাণ চলছে, কিন্তু পুরীর থেকে এই মন্দির কিছুটা হলেও আলাদা। জানেন কী সেই পার্থক্য…
advertisement
2/7
*রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইয়াস পরবর্তী সময়ে দিঘাকে নতুন রূপে সাজিয়ে তোলার সময়ই দিঘায় জগন্নাথ মন্দির নির্মাণের কথা ঘোষণা করেছিলেন। পুরীর জগন্নাথ ধামের আদলে দিঘায় জগন্নাথ মন্দির দ্রুতই সরকারি উদ্যোগে নির্মিত হচ্ছে।
advertisement
3/7
*মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ২০২৪ সালের রথযাত্রার আগেই এই মন্দিরের দ্বারোদঘাটন হবে। ফলে মাঝে মাত্র কয়েকটা মাস তারপরেই দিঘার জগন্নাথ ধাম দিঘায় আসা পর্যটকদের কাছে এই নতুন আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।
advertisement
4/7
*মন্দির নির্মাণের কাজ দ্রুত গতিতে চলছে। তবে মন্দির নির্মাণের মাঝেই বড় খবর হল দিঘার জগন্নাথ মন্দিরের জন্য মূর্তি চলে এসেছে। জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে।
advertisement
5/7
*এই মূর্তি তৈরি হয়েছে পাথর থেকে। পুরীর আদলে দিঘাতে জগন্নাথ ধাম তৈরি হলেও পুরীর মতো নিম কাঠের মূর্তি না এখানে পাথরের মূর্তিতেই প্রাণ প্রতিষ্ঠা হবে।
advertisement
6/7
*পুরীর আদলে তৈরি হলেও, এই জগন্নাথ মন্দিরে নিম কাঠের বিগ্রহ নয়। মার্বেল পাথরের মূর্তিতেই প্রাণ প্রতিষ্ঠা হবে বলে জানা গিয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
advertisement
7/7
*দিঘায় একাধিক প্রকল্পের রূপায়নে দিঘার ব্র্যান্ড ভ্যালু এখন আন্তর্জাতিক মানের। সেই মুকুটে আগামী দিনে জুড়তে চলেছে জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির নির্মাণ কাজ শেষ হলে সমুদ্রের পাশাপাশি মন্দির দর্শনের জন্য বহু পর্যটক দিঘায় আসবে বলে মনে করছে প্রশাসন।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha: পুরীর আর দিঘার জগন্নাথ মন্দির কি পুরোই এক? রয়েছে বিরাট এক পার্থক্য! সবার প্রথমে জানুন