Digha: হাতে লম্বা সময়, পুজোর ছুটিতে ঘুরে আসুন দিঘা জগন্নাথ মন্দির, দক্ষিণা-সহ পুজো দিতে কত টাকা লাগে জানেন?
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Digha: দিঘা জগন্নাথ মন্দিরের পুজো দিতে যাচ্ছেন? জানেন জগন্নাথ মন্দিরে পুজো দিতে কত টাকা দক্ষিণা দিতে হয়? মন্দিরে যাওয়ার আগে জেনে নিন...
advertisement
1/6

*দিঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই ভক্তদের সমাগম লেগেই রয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ দিকে জগন্নাথ মন্দিরে পুজো দিচ্ছেন। জানেন কি দিঘা জগন্নাথ মন্দিরে পুজো দিতে কত টাকা লাগে? আদৌও কোনও টাকা লাগে কি?
advertisement
2/6

*জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দিঘার পর্যটনের ভোল বদলেছে। দিঘা বর্তমানে শুধু সমুদ্রকেন্দ্রিক পর্যটন কেন্দ্র না। তার সঙ্গে জুড়েছে আধ্যাত্মিকতা ও ভক্তির রস। জগন্নাথ মন্দির উদ্বোধনের পর বাড়ছে ভিড়। পর্যটনে এসেছে নতুন দিগন্ত।
advertisement
3/6
*একদিকে সমুদ্র, অন্যদিকে প্রভু জগন্নাথ। দুইয়ের মিশেলে ভক্তি ও ভাবাবেগ পর্যটকদের টানছে দিঘা। জগন্নাথ মন্দির কেন্দ্র করে, দিঘায় পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে চাইছে রাজ্য সরকার। মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে, দিঘার পর্যটন শিল্প বিকাশে ডিএসডিএ-এর কাছ থেকে হিডকোর হাতে জমি হস্তান্তরের সিদ্ধান্ত।
advertisement
4/6
*দিঘা জগন্নাথ ধাম ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের ট্রাস্টের পক্ষ থেকে জানা যায়, প্রতিদিনই দিঘায় জগন্নাথ প্রেমী ভক্তরা ভিড় করছে। হাজার হাজার মানুষ প্রতিদিনই প্রভু জগন্নাথের চরণে পুজো দিচ্ছেন। প্রণামী বাক্স ভরে উঠছে। এরমধ্যেই কয়েকবার ভরে ওঠা প্রণামী বাক্স খোলা হয়েছে। দেখা গিয়েছে লক্ষ লক্ষ টাকায় ভরেছে প্রণামী বাক্সগুলি।
advertisement
5/6
*দিঘা জগন্নাথ মন্দিরের প্রণামী বাক্স ভোরে উঠলেও, নির্দিষ্ট কোনও পুজো দক্ষিণা নেই দিঘা জগন্নাথ মন্দিরে। ভক্তরা ভালবেসে যেটাই দেন সেটাই গ্রহণ করা হয়। এ বিষয়ে দিঘা জগন্নাথ ধাম ট্রাস্টের সদস্য রাধারমণ দাস বলেন, 'প্রভুর পুজো দেওয়ার জন্য নির্দিষ্ট কোনও পুজো দক্ষিণা নেই। ভক্তরা ভালবেসে প্রণামী বক্সে যা দেন, সেটাই গ্রহণ করা হয়। ভক্তদের ভালবাসা ও ভক্তিতে ভরে ওঠে প্রণামী বাক্স।'
advertisement
6/6
*দিঘা জগন্নাথ মন্দিরের সম্প্রতি মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে। আর তাতে ভাল সাড়া মিলেছে, জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। জগন্নাথ মন্দিরের নির্দিষ্ট প্রণামী এবং পুজো দক্ষিণা না থাকলেও মহা প্রসাদের জন্য নির্দিষ্ট রেট ধার্য করা আছে। ফলে মন্দিরে পুজো দিতে এলে একবার মহাপ্রসাদ খেয়ে দেখতেই পারেন।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha: হাতে লম্বা সময়, পুজোর ছুটিতে ঘুরে আসুন দিঘা জগন্নাথ মন্দির, দক্ষিণা-সহ পুজো দিতে কত টাকা লাগে জানেন?