Digha Jagannath Temple New Rule: দিঘা জগন্নাথ মন্দিরে কড়াকড়ি, ভক্তদের জন্য জারি নতুন নিয়ম! যাওয়ার আগে অবশ্যই জেনে নিন নইলে শিয়রে বিপদ
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Digha Jagannath Temple New Rule: ভক্তদের নিরাপত্তা ও ভিড় সামাল দিতে দিঘা জগন্নাথ মন্দিরে বদলাল নিয়ম। পুলিশের পক্ষ থেকে নতুন নিয়ম জারি করা হয়েছে দিঘা জগন্নাথ মন্দিরে। ফলে এবার দিঘা জগন্নাথ মন্দির দর্শন করতে গেলে করতে পারবেন না ভক্তরা এই কাজ!
advertisement
1/7

দিঘায় জগন্নাথ মন্দির দেখতে আসা ভক্তদের জন্য নতুন নিয়ম জারি করলেও পুলিশ প্রশাসন। ভক্তদের নিরাপত্তা ও ভিড় সামলাতেই এই পদক্ষেপ পুলিশের। মন্দিরে এলে আর করা যাবে না এই কাজ!
advertisement
2/7
দিঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় দিঘায়। প্রতিদিন হাজার হাজার ভক্তের সমাবেশ দিঘা জগন্নাথ মন্দিরে। দিঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের পর সমুদ্র কেন্দ্রিক পর্যটন কেন্দ্রে মিশেছে আধ্যাত্মিকতা। আর তাতেই প্রতিদিন ভক্তের সমাবেশ ঘটছে।
advertisement
3/7
শ্রীক্ষেত্র পুরীর আদলে দিঘার জগন্নাথ মন্দির দর্শনের জন্য প্রতিদিনই সকাল থেকে সন্ধে পর্যন্ত মন্দিরের গেটে লম্বা লাইন। মন্দির চত্বরে ভক্তদের ভিড় চোখে পড়ার মত। দিঘার এই জগন্নাথ মন্দির পর্যটনে নতুন উন্মাদনা সৃষ্টি করেছে।
advertisement
4/7
দিঘা জগন্নাথ মন্দির দর্শন করতে এসে ভক্তরা প্রতিটা মুহূর্ত বন্দি করছে ফোনে ভক্তরা। শুধু মন্দির চত্বরের মুহূর্ত বন্দি করা নয়, মন্দিরের ভেতরে মুহূর্ত বন্দি হচ্ছে ফোনে। এমনকি গর্ভগৃহের ছবি নিজেদের ফোনে বন্দী করতে ভক্তদের হুড়োহুড়ি প্রায়ই লেগে আছে।
advertisement
5/7
ফলে মন্দিরের ভেতরে ভক্তদের সময় লাগছে অনেকখানি। মন্দিরের ভেতরের ভিড় সামাল দিতে এবং ভক্তদের নিরাপত্তা বজায় রাখতে পুলিশ প্রশাসন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্দিরের ভেতরে ছবি তোলা যাবে না। দিঘা জগন্নাথ মন্দিরের গর্ভ গৃহে এবং মন্দিরের ভেতরে ভক্তদের জন্য ছবি তোলা, সেলফি তোলা এবং ভিডিও করায় নিষেধাজ্ঞা জারি করেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।
advertisement
6/7
এ বিষয়ে দিঘা জগন্নাথ মন্দিরের ট্রাস্টটির সদস্য ও কলকাতা ইসকনের সহ-সভাপতি রাধারমণ দাস জানিয়েছেন, 'প্রতিদিন হাজার হাজার ভক্তের সমাগম দিঘা জগন্নাথ মন্দিরে। সকাল থেকে রাত পর্যন্ত ভক্তরা জগন্নাথ দেব দর্শন করছেন। এর পাশাপাশি ছবি ভিডিও ও সেলফি তোলায় মগ্ন। পরে মন্দিরের ভেতর ও গর্ভগৃহে সব সময় ভক্তদের ভিড়ে ঠাসা। ভিড় সামাল দিতেই পুলিশের পক্ষ থেকে গর্ভগৃহে ও মন্দিরের ভেতরে ছবি তোলা সেলফি তোলা ভিডিও করায় নিষেধাজ্ঞা করা হয়েছে।'
advertisement
7/7
দিঘা জগন্নাথ মন্দিরের ভেতরে এবং গর্ভগৃহে সাধারণ ভক্তদের জন্য সেলফি তোলা ছবি তোলা ও ভিডিও করায় নিষেধাজ্ঞা জারি হতে কিছুটা মনঃক্ষুণ্ণ ভক্তরা। তবে দিঘা মন্দির চত্বরের বাইরে ছবি তোলা সেলফি তোলা এবং ভিডিও করায় কোন নিষেধাজ্ঞা জারি করা হয়নি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha Jagannath Temple New Rule: দিঘা জগন্নাথ মন্দিরে কড়াকড়ি, ভক্তদের জন্য জারি নতুন নিয়ম! যাওয়ার আগে অবশ্যই জেনে নিন নইলে শিয়রে বিপদ