Digha Jagannath Temple: শীতের দিঘায় এবার জগন্নাথ দেবের নতুন রূপ! মন্দিরে উপচে পড়ছে ভক্তদের ভিড়
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Madan Maity
Last Updated:
Digha Jagannath Temple: শীতের মরসুমে এবার দিঘা ভ্রমণে বাড়তি চমক অপেক্ষা করছে। এবার দিঘায় এলে জগন্নাথ দেবকে দেখতে পাবেন একেবারে নতুন রূপে। দিঘা জগন্নাথ মন্দিরে নতুন সাজে সেজে উঠেছেন জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা।
advertisement
1/6

*শীতের মরসুমে এবার দিঘা ভ্রমণে বাড়তি চমক অপেক্ষা করছে। এবার দিঘায় এলে জগন্নাথ দেবকে দেখতে পাবেন একেবারে নতুন রূপে। দিঘা জগন্নাথ মন্দিরে নতুন সাজে সেজে উঠেছেন জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা। মন্দির চত্বরে এখন উৎসবের আমেজ। প্রতিদিনই হাজার হাজার ভক্ত ভিড় জমাচ্ছেন জগন্নাথ মন্দিরে। (তথ্য ও ছবি : মদন মাইতি)
advertisement
2/6
*মাস ছ'য়েক আগে দিঘা ছিল শুধুই একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র। সমুদ্র সৈকতের টানেই হাজার হাজার পর্যটক এখানে ভিড় করতেন। সময়ের সঙ্গে সঙ্গে দিঘার পরিচয়ে এসেছে বড় পরিবর্তন। এখন দিঘা আর শুধু বেড়ানোর জায়গা নয়। এটি ধীরে ধীরে তীর্থস্থানের মর্যাদা পেয়েছে। দিঘা জগন্নাথ ধামকে কেন্দ্র করে প্রতিদিন বহু পুণ্যার্থী ভিড় জমাচ্ছেন দিঘায়।
advertisement
3/6
*মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে মাস ছ'য়েক আগে দিঘা জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন হয়। পুরীর আদলে নির্মিত এই মন্দির নিয়ে শুরু থেকেই চর্চা হয়েছে। প্রশংসার পাশাপাশি বিতর্কও তৈরি হয়। দিঘার জগন্নাথ মন্দিরকে ধাম বলা যাবে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। প্রসাদ নিয়েও বিতর্ক হয়। তবে এবসব কিছু উপেক্ষা করেই ভক্তদের ভিড় অব্যাহত।
advertisement
4/6
*দিঘা জগন্নাথ মন্দিরে প্রায় প্রতিদিনই কোনও না কোনও ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে। রথযাত্রা, জন্মাষ্টমী, রাধাঅষ্টমী, দীপাবলি, গোবর্ধন উৎসব পালিত হয়েছে। গীতা পাঠেরও আয়োজন হয়েছে ধূমধাম করে। এসবের মধ্যেই এবার শীতের মরসুমে জগন্নাথ দেবকে নতুন সাজে সাজিয়ে তোলা হয়েছে। এবার দিঘা জগন্নাথ মন্দিরে দেখা যাবে শীতবস্ত্রে আবৃত বিগ্রহ। কনকনে ঠান্ডার কথা ভেবে ভক্তরাই এই শীতবস্ত্র নিয়ে এসেছেন।
advertisement
5/6
*কলকাতা ইসকনের সহ-সভাপতি ও দিঘা জগন্নাথ ধাম ট্রাস্টের অন্যতম রাধারমন দাস বলেন, ভক্তদের গভীর ভক্তির প্রকাশ এই নতুন সাজ। শীতের সময় মানুষের যেমন কষ্ট হয়, তেমনই ভগবানের কথাও ভাবেন ভক্তরা। সেই অনুভূতি থেকেই ভক্তরা জগন্নাথ দেবের জন্য শীতবস্ত্র নিয়ে এসেছেন। এটি ভগবানের প্রতি ভক্তদের ভক্তি ও ভালবাসার প্রকাশ।
advertisement
6/6
*আগামী ২৫ ডিসেম্বর থেকে দিঘায় শুরু হচ্ছে উৎসবের মরসুম। বর্ষবিদায় ও বর্ষবরণে ভিড়ের কথা মাথায় রেখে নিরাপত্তা নিয়েও সতর্ক প্রশাসন। এনিয়ে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদে প্রশাসনিক বৈঠক হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক, পুলিশ সুপার ও জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha Jagannath Temple: শীতের দিঘায় এবার জগন্নাথ দেবের নতুন রূপ! মন্দিরে উপচে পড়ছে ভক্তদের ভিড়