Digha Jagannath Mandir: বুধবার দিঘায় পালিত হল জগন্নাথ দেবের স্নানযাত্রা, বেশ কিছু দিন বন্ধ থাকবে জগন্নাথ মন্দির
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
রথযাত্রার ঠিক ১৫ দিন আগে ১১ জুন বুধবার জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দিঘার মন্দিরে প্রথমবার ভগবান জগন্নাথদেবের স্নানযাত্রা সাড়ম্বরে আয়োজিত হল।
advertisement
1/6

দিঘা: রথযাত্রার ঠিক ১৫ দিন আগে ১১ জুন বুধবার জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দিঘার মন্দিরে প্রথমবার ভগবান জগন্নাথদেবের স্নানযাত্রা সাড়ম্বরে আয়োজিত হল। শ্রীজগন্নাথের শুভ জন্মতিথি হিসেবেও পরিচিত এই উৎসব।
advertisement
2/6
জগন্নাথ দেবের স্নানযাত্রা। দিঘা জগন্নাথ মন্দিরে প্রথমবার জগন্নাথ দেবের স্নানযাত্রা শুরু হয়েছে। আর স্নানযাত্রার এই পবিত্র দৃশ্য দেখতে বহু ভক্তের সমাগম হয়েছে দিঘা জগন্নাথ মন্দিরে। নিয়ম ও তিথি মেনে সকাল ১১ টার পর স্নানযাত্রা শুরু হয় জগন্নাথ মন্দিরে। এদিন ১০৮ কলসি পবিত্র জল দিয়ে দেবতাদের স্নান করানো হয়।
advertisement
3/6
১০৮টি তীর্থক্ষেত্র থেকে আনা এই বিশেষ জলে মেশানো হয় গঙ্গাজল, তুলসী পাতা, কাঁচা দুধ, আতর, চন্দন ও কর্পূর। স্নানকালে পুরোহিতরা মুখ ঢেকে ভক্তিভরে মন্ত্রোচ্চারণ করেন এবং চারপাশ মুখরিত হয় কীর্তন ও শঙ্খধ্বনিতে। স্নানের পর দেবতাদের মনোমুগ্ধকর পোশাকে সাজানো হয়।
advertisement
4/6
জগন্নাথদেব ও বলরামকে গণেশের রূপে (গজবেশ) এবং সুভদ্রাদেবীকে পদ্মবেশে সজ্জিত করা হয়। এই গজবেশ ধারণের পেছনে ভক্ত গণপতি ভট্টের প্রতি ভগবানের কৃপার এক প্রচলিত বিশ্বাস জড়িত। এদিন দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত ভক্তরা গজবেশে ভগবান দর্শন করতে পারবেন। স্নানযাত্রা উপলক্ষে মন্দিরে উপস্থিত ছিলেন জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাজী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা।
advertisement
5/6
দিঘা জগন্নাথ ধাম ট্রাস্টের সদস্য এবং কলকাতা ইসকনের সহ-সভাপতি রাধারমণ দাস জানিয়েছেন, 'বুধবার দিঘা জগন্নাথ মন্দিরে প্রথমবার স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। দিঘায় প্রথমবারের ঐতিহাসিক আয়োজনে কোনও খামতি রাখা হয়নি। ১০৮ টি পূর্ণ তীর্থের জল দিয়ে স্নানযাত্রা পালন করা হয়। দিন রাত্রি আটটার পর থেকেই জগন্নাথ দেব ১৫ দিনের জন্য নিভৃত কক্ষে বিশ্রাম নেবেন।'
advertisement
6/6
'পাহাণ্ডি বিজয়' শোভাযাত্রার মাধ্যমে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সুদর্শন চক্র এবং মদনমোহন বিগ্রহকে মন্দিরের বাইরে বিশেষায়িত স্নানমণ্ডপে নিয়ে আসা হয়। জগন্নাথদেবকে স্নান করতে দেখে পুণ্য অর্জন, অপার শান্তি ও আনন্দ লাভের আশায় তারা উৎসবে শামিল হতে অধীর আগ্রহে। রথযাত্রার পূর্ববর্তী এই বিশেষ আয়োজনে তাদের ভক্তি ও আবেগ যেন উপচে পড়ছে। ভক্তদের সুবিধার জন্য মন্দিরের সামনে উঁচু মণ্ডপ তৈরি করা হয়েছে, যাতে দূর থেকেও বিগ্রহ দর্শন সম্ভব হয়। স্নানযাত্রার পর থেকে জগন্নাথ দেবের দর্শন ১৫ দিনের জন্য বন্ধ থাকবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha Jagannath Mandir: বুধবার দিঘায় পালিত হল জগন্নাথ দেবের স্নানযাত্রা, বেশ কিছু দিন বন্ধ থাকবে জগন্নাথ মন্দির