Digha Jagannath Mandir Pranami: দিঘা জগন্নাথ মন্দিরে উপচে যাচ্ছে প্রণামী বাক্স, গুনতে গিয়ে যে বিপুল পরিমাণ টাকা পেলেন তা দেখে চক্ষুস্থির
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Digha Jagannath Mandir Pranami: দিঘা জগন্নাথ মন্দিরে ভরে উঠছে প্রণামী বাক্স
advertisement
1/7

উদ্বোধনের পর থেকেই দিঘার জগন্নাথ ধামে যেন দর্শনার্থীদের জনসমুদ্র। প্রভু জগন্নাথ দেবকে এক ঝলক দেখতে রাজ্যের বাইরে থেকেও মানুষজন ভিড় জমাচ্ছেন দিঘায়।
advertisement
2/7
দিন ও রাতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় জগন্নাথ মন্দিরে। আর তার জেনেই দিঘা জগন্নাথ মন্দিরের প্রণামী বাক্স ভরে উঠছে।
advertisement
3/7
দিঘার জগন্নাথ ধাম এখনোও পর্যন্ত একমাস হয়নি সাধারণের জন্য খোলা হয়েছে। তারই মধ্যে প্রাণামী বাক্সে জমা পড়ল প্রায় সাড়ে ৯ লক্ষ টাকা।
advertisement
4/7
মন্দির সূত্রে খবর, দিঘার জগন্নাথ ধামে মোট একটি স্টেনলেস স্টিলের একটি প্রণামী বাক্স রয়েছে। সেই একটি বাক্সতেই জমা পড়েছে সাড়ে ৯ লক্ষ টাকা।
advertisement
5/7
মন্দির উদ্বোধনের পর এই কয়েকদিনে মোট প্রণামী জমা পড়েছে প্রায় সাড়ে ৯ লক্ষ টাকা। যেখানে ১০, ২০, ৫০, ১০০ টাকার নোটের পাশাপাশি জমা পড়েছে মুদ্রাও। প্রণামী বাক্স খোলার সময় সেই কয়েন গুনতে হিমসিম খাচ্ছে মন্দির কর্তৃপক্ষ।
advertisement
6/7
মন্দিরের দায়িত্বে থাকা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস জানান, “প্রভুর দর্শনে রোজ হাজার হাজার মানুষ আসছেন। এত ভিড় হচ্ছে যে সকলে প্রণামী বাক্সের কাছে পৌঁছোতে পাচ্ছে না। তাতেও এই কয়েকদিনে প্রণামীর পরিমান ৯ লক্ষ ছাড়িয়ে গেছে।”
advertisement
7/7
প্রায় ১১ জন ইসকন সন্ন্যাসী এবং মন্দিরের স্বেচ্ছাসেবক মিলে গণনা করেন প্রণামী। প্রণামী টাকা গোনার সময় ছিল সিসিটিভি ক্যামেরা নজরদারিও। এছাড়াও ব্যাংক ও প্রশাসনের আধিকারিকের উপস্থিতিতে খোলা হয় প্রণামী বক্স। এরপর আগামী মঙ্গলবার ফের খোলা হবে প্রণামী বাক্স।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha Jagannath Mandir Pranami: দিঘা জগন্নাথ মন্দিরে উপচে যাচ্ছে প্রণামী বাক্স, গুনতে গিয়ে যে বিপুল পরিমাণ টাকা পেলেন তা দেখে চক্ষুস্থির