TRENDING:

Digha: দিঘার জগন্নাথ ধামে এখন কী চলছে জানেন? জন্মাষ্টমীর সকালের ছবি দেখুন, সরাসরি!

Last Updated:
Digha Jagannath Mandir arati on janmashtami জন্মাষ্টমীর দিন সকাল থেকেই মঙ্গলারতি দিয়ে আরাধনা শুরু হয়েছে। মন্দির চত্বরেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাম সংকীর্তন। পালিত হচ্ছে জন্মাষ্টমীর একাধিক রীতিনীতি। মধ্যরাত পর্যন্ত চলবে জন্মাষ্টমী উৎসব পালন। 
advertisement
1/6
দিঘার জগন্নাথ ধামে এখন কী চলছে জানেন? জন্মাষ্টমীর সকালের ছবি দেখুন, সরাসরি!
Digha Jagannath Mandir arati on janmashtami: দিঘা জগন্নাথ ধামে প্রথমবার জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে। জন্মাষ্টমীর তিথি উপলক্ষে। ১৬ আগস্ট শনিবার সকাল থেকে শুরু হয়েছে মঙ্গল আরতি ও পুজোপাঠ।
advertisement
2/6
জন্মাষ্টমী উপলক্ষে দিন সকাল থেকেই শুরু হয়েছে পুজো ও মঙ্গল আরতি। বেলা ১২ টা পর্যন্ত ভোগ মন্ডপে চলবে রাধা কৃষ্ণের বিসিএস কলস অভিষেক। ১০৮ টি পূণ্যতীর্থের জল নিয়ে আসা হয়েছে।
advertisement
3/6
ভক্তি, আনন্দ এবং ঈশ্বর প্রেমে এই প্রথম দিঘা জগন্নাথ ধামে শুরু হয়েছে জন্মাষ্টমীর অনুষ্ঠান। আর তাতেই প্রথম বছর বাড়তি আকর্ষণ। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনে এলাহী আয়োজন করা হয়েছে দিঘা জগন্নাথ ধামে। মাঝরাত পর্যন্ত চলবে ভক্তি মূলক কার্যক্রম।
advertisement
4/6
জন্মাষ্টমীর দিন সকাল থেকেই শুরু হয়েছে যাবতীয় আচারবিধি। দিনভর চলবে মঙ্গল আরতি এবং কীর্তন। অন্যান্য দিন রাত্রি ৯ টায় মন্দিরের দরজা বন্ধ হয়ে গেলেও জন্মাষ্টমীর বিশেষ পুজোতে রাত্রি ১২টা পর্যন্ত ভক্তদের জন্য খোলা থাকবে মন্দিরের দ্বার। মন্দির সূত্রে জানা যায় জন্মাষ্টমী উপলক্ষে জগন্নাথ ধামে প্রায় দেড় থেকে ২ লক্ষ ভক্তের সমাগম হয়েছে।
advertisement
5/6
সকাল থেকে শুরু হয়েছে পূজোপাঠ মঙ্গল আরতি। দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত প্রভুর বিশ্রামের জন্য মন্দির বন্ধ থাকবে। ৩টার পর থেকে রাত্রি ১০টা পর্যন্ত চলবে মঙ্গল আরতি পুজোপাঠ নাম সংকীর্তন। রাত্রি ১০টা থেকে ১১.৩০ মিনিটের মধ্যে শ্রীকৃষ্ণের অভিষেক পর্ব অনুষ্ঠিত হবে। ১১:৩০ মিনিট থেকে মধ্যরাত ১২টা পর্যন্ত ৫৬ ভোগ নিবেদন করা হবে প্রভুর উদ্দেশ্যে। রাত্রি ১২ টায় দিঘা জগন্নাথ মন্দিরে মহা আরতি অনুষ্ঠিত হবে। ভক্তরা এই মহান আরতি দর্শন করতে পারবে।
advertisement
6/6
জন্মাষ্টমী তিথি উপলক্ষে দিঘায় ইতিমধ্যে ভক্তদের সমাগম মন্দিরে। ৫৬ ভোগে দেওয়া নাড়ু প্রসাদ হিসাবে বিতরণ করা হবে ভক্তদের মাঝে। দিঘা জগন্নাথ ধাম ট্রাস্টের সদস্য রাধারমন দাস বলেন, "সকাল থেকেই শুরু হয়েছে পুজোপাট আরতি নাম সংকীর্তন। রীতি মেনে পরপর অনুষ্ঠান চলবে জগন্নাথ ধামে। বহু ভক্তের সমাগম হয়েছে। ভক্তদের মধ্যে ৫৬ ভোগের নাড়ু প্রসাদ হিসাবে বিতরণ করা হবে।" দিঘা জগন্নাথ মন্দিরে প্রথম জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে মহা ধুমধামের সঙ্গেই।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha: দিঘার জগন্নাথ ধামে এখন কী চলছে জানেন? জন্মাষ্টমীর সকালের ছবি দেখুন, সরাসরি!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল