TRENDING:

Digha: এক ফোনেই ঘরে বসে পান দিঘা জগন্নাথ মন্দিরের প্রসাদ, হোয়াটসঅ্যাপেও হবে বুকিং, কীভাবে পাবেন জানুন বিস্তারিত

Last Updated:
Digha: এক ফোনে পর্যটকদের কাছে পৌঁছে যাবে দিঘা জগন্নাথ ধামের মহাপ্রসাদ। মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে এই প্রসাদ ডেলিভারির যাবতীয় প্রস্তুতি শুরু করা হয়েছে। জানুন কীভাবে পাবেন প্রসাদ...
advertisement
1/6
এক ফোনেই ঘরে বসে পান দিঘা জগন্নাথ মন্দিরের প্রসাদ, হোয়াটসঅ্যাপেও হবে বুকিং, কীভাবে পাবেন?
*এক ফোনে পর্যটকদের কাছে পৌঁছে যাবে দিঘা জগন্নাথ ধামের মহাপ্রসাদ। ইতিমধ্যে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে এই প্রসাদ ডেলিভারির যাবতীয় প্রস্তুতি শুরু করা হয়েছে। এক-দু'দিনের মধ্যেই শুরু হয়ে যাবে প্রসাদ ডেলিভারির কাজ। ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি বুকিং করা যাবে জগন্নাথ ধামের মহাপ্রসাদ। তা পর্যটকদের হোটেলের দোরগোড়ায় পৌঁছে দেবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।
advertisement
2/6
*রাধাষ্টমীর দিন থেকে জগন্নাথ ধামের মহাপ্রসাদের মেনু তালিকায় বেশ কিছু নতুন সংযোজন হয়েছে। সেগুলিও কিনতে পারবেন পর্যটকরা। মন্দির সূত্রে খবর, আটটি মেনু দিয়ে এই মহাপ্রসাদের ডেলিভারি ব্যবস্থা শুরু করা হচ্ছে প্রাথমিকভাবে। বর্তমানে পরীক্ষামূলকভাবে এই প্রসাদ ডেলিভারি করা হবে দিঘার হাতেগোনা কয়েকটি হোটেলকে নিয়ে। এরপরে ধীরে ধীরে গোটা দিঘার সমস্ত হোটেলে এই পরিষেবা পাবেন পর্যটকরা।
advertisement
3/6
*সকাল ন'টা থেকে দুপুর বারো'টার মধ্যে প্রসাদ বুকিং করলে তা সেই দিনই বিকেল পাঁচ'টা থেকে রাত আট'টার মধ্যে পৌঁছে যাবে প্রসাদ। আবার বিকেল পাঁচ'টা থেকে রাত আট'টার মধ্যে প্রসাদ বুকিং করলে তা পৌঁছাবে পরেরদিন সকাল ন'টা থেকে দুপুর বারো'টার মধ্যে। বুকিংয়ের নম্বরঃ ৯০৫৯০৫২৫৫০।
advertisement
4/6
*মহাপ্রসাদের মেনুতে থাকছে খিঁচুড়ি ভোগ, মিষ্টি মহাপ্রসাদ, প্যাড়া মহাপ্রসাদ, পুরি-ভাজি মহাপ্রসাদ, বৈকালীন মহাপ্রসাদ, স্পেশ্যাল বৈকালীন মহাপ্রসাদ, সন্ধ্যা মহাপ্রসাদ এবং স্পেশ্যাল সান্ধ্য মহাপ্রসাদ। যেগুলির কোনটির দাম ৫০ টাকা, আবার কোনটির ১০০ কিংবা ১৫০ টাকা, সঙ্গে ডেলিভারি চার্জ শুরু হচ্ছে ১০ টাকা থেকে।
advertisement
5/6
*দিঘা জগন্নাথ ধাম ট্রাস্টের সদস্য রাধারমণ দাস বলেন, “দিঘার মধ্যে পর্যটকরা যেখানেই বলবেন সেখানেই মহাপ্রসাদ পৌঁছে যাবে। দু-একদিনের মধ্যেই শুরু হয়ে যাবে এই পরিষেবা।”
advertisement
6/6
*দিঘায় জগন্নাথ ধাম উদ্বোধনের পর থেকেই পর্যটকদের জোয়ার লেগেছে। তবে জগন্নাথ ধামে এখনও পর্যন্ত বসে প্রসাদ খাওয়ার ব্যবস্থা চালু হয়নি। এমন পরিস্থিতিতে যাতে হোটেলে গিয়ে আপাতত পর্যটকরা মহা প্রসাদ খেতে পারেন সেই ব্যবস্থাই করেছে মন্দির কর্তৃপক্ষ। স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ইতিমধ্যে সেই কাজে লাগানো হবে। চাহিদা অনুযায়ী আগামী দিনে প্রসাদের পরিমাণ আরও বাড়ানো হবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha: এক ফোনেই ঘরে বসে পান দিঘা জগন্নাথ মন্দিরের প্রসাদ, হোয়াটসঅ্যাপেও হবে বুকিং, কীভাবে পাবেন জানুন বিস্তারিত
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল