Digha Hotel Problem: খা খা করছে দিঘা! সরস্বতী পুজোর লং উইকেন্ডে দিঘায় ঘটল আশ্চর্য ঘটনা! মাথায় হাতায় মালিকদের
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
উইকেন্ড ও সরস্বতী পুজোর টানা ভিড় থাকলেও হোটেল বুকিং এ জোয়ার আসেনি। ফলে এবার সরস্বতী পুজো কার্যত দিঘা পর্যটক শূন্য হিসাবেই কাটবে এমনটাই মনে করছে দিঘার হোটেল ব্যবসায়ীরা। আর তাতেই মাথায় হাত দিঘার হোটেল ব্যবসায়ী থেকে সাধারণ দোকানদারদের।
advertisement
1/8

বাঙালির সবচেয়ে কাছের ও প্রিয় উইকএন্ড ডেসটিনেসান হল দিঘা। সারা সপ্তাহের কাজের ট্রেস কমাতে দিঘা ভিড় করে বাঙালি পর্যটকেরা। শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই প্রতিটি উইকেন্ডে দিঘায় পর্যটকের ভিড় লক্ষ্য করা যায়। তবে ১ ফেব্রুয়ারি শনিবার থেকে শুরু হওয়া উইকএন্ড কার্যত উল্টো ছবি দিঘায়। আর তাতেই ঘুম উড়েছে দিঘার হোটেল ব্যবসায়ী থেকে সাধারণ দোকানদারদের। (সৈকত শী)
advertisement
2/8
দিঘার এই উল্টো ছবি হওয়ার একমাত্র কারণ যোগীরাজ্যে মহাকুম্ভ মেলা! পূর্ব মেদিনীপুর জেলার দিঘা শুধুমাত্র রাজ্য বা দেশের অন্যতম পর্যটন কেন্দ্র নয়। দিঘার বর্তমান ব্র্যন্ড ভ্যালু বিশ্বমানের।
advertisement
3/8
সারা বছরই বাঙালি পর্যটকদের পাশাপাশি দেশ-বিদেশের পর্যটকেরা ভিড় করছে দিঘায়। ইয়াস পরবর্তী সময়ে রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মযজ্ঞের ছোঁয়ায় দিঘা শুধুমাত্র বঙ্গোপসাগরের উপকূল সৌন্দর্যের জন্য নয় ঝাঁ চকচকে রাস্তাঘাট মেরিন ড্রাইভ থেকে পার্ক সেই সঙ্গে জগন্নাথ মন্দির সহ একাধিক একাধিক সন্ধ্যা আরজনের পালক জুড়েছে দিঘার মুকুটে। প্রতিমাসে প্রায় দুই থেকে আড়াই লক্ষ পর্যটক দিঘায় আসছেন।
advertisement
4/8
তবে এবার উইকেন্ড ও সেইসঙ্গে সরস্বতী পুজোয় কার্যত উল্টো ছবি। উইকেন্ড ও সরস্বতী পুজোর ছুটি। তবুও দিঘায় হোটেল বুকিং-এ জোয়ার আসেনি। প্রতিটি উইকন্ডে পর্যটকের ভিড়ে ঠাসা থাকে দিঘা। বেশিরভাগ হোটেল গুলিতে রুম পাওয়া যায় না। উইকেন্ড ও সরস্বতী পুজোর টানা তিন দিন ছুটি থাকলেও এবার দিঘায় হোটেল ফাঁকা পড়ে রয়েছে বলে দাবি হোটেল ব্যবসায়ীদের। বেশিরভাগ হোটেল গুলিতেই বুকিং হয়নি। আর যার অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে মহাকুম্ভ মেলা।
advertisement
5/8
এ বিষয়ে দিঘা শংকরপুর হোটেল এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী জানান, ' প্রতিবছর সরস্বতী পুজোয় দিঘায় হোটেল বুকিং প্রায় একশ শতাংশ হয়। এবার সরস্বতী পুজোয় উল্টো ছবি।
advertisement
6/8
একদিকে উইকেন্ডে অন্যদিকে সরস্বতী পুজো মিলিয়ে তিন দিনের ছুটি থাকলেও, হোটেল বুকিং তলানিতে নেমে এসেছে। চলতি উইকেন্ড এবং সরস্বতী পুজোয় দিঘায় হোটেলগুলি খালি থাকবে। প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা দিঘার পর্যটন শিল্পে থাবা বসিয়েছে। যার কারণেই হোটেল বুকিং নেই।'
advertisement
7/8
সারা বছরই দিঘা বেড়াতে আসেন পর্যটকেরা। বছরের নানা সময়ে উইকেন্ড গুলিতে দিঘায় পর্যটক এর উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। কিন্তু এবার অন্য ছবি উঠে এল দিঘায়।
advertisement
8/8
উইকেন্ড ও সরস্বতী পুজোর টানা ভিড় থাকলেও হোটেল বুকিং এ জোয়ার আসেনি। ফলে এবার সরস্বতী পুজো কার্যত দিঘা পর্যটক শূন্য হিসাবেই কাটবে এমনটাই মনে করছে দিঘার হোটেল ব্যবসায়ীরা। আর তাতেই মাথায় হাত দিঘার হোটেল ব্যবসায়ী থেকে সাধারণ দোকানদারদের।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha Hotel Problem: খা খা করছে দিঘা! সরস্বতী পুজোর লং উইকেন্ডে দিঘায় ঘটল আশ্চর্য ঘটনা! মাথায় হাতায় মালিকদের