Digha- Hilsa-Ilish: বিরাট ওজন! মরশুমের প্রথম ইলিশ এল বাজারে! জিভে জল! দাম শুনলে হা হয়ে যাবেন!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Digha- Hilsa-Ilish: প্রথম ইলিশের স্বাদই আলাদা! দাম শুনলে চমকে যাবেন!
advertisement
1/6

ইলিশ উঠল কি? এ প্রশ্ন সকলের থাকে। এবার মরশুমের শুরুতে সেই ইলিশের দেখা মিলল। ৬১ দিনের ব্যান পিরিয়ড শেষে সমুদ্রে মৎস্য শিকারে বেরিয়েছে প্রায় ৩ হাজার লঞ্চ-ট্রলার।
advertisement
2/6
মরশুমের প্রথম রূপোলি ফসল চোখে দেখে, স্মৃতি উস্কে চাগাড় দিতে থাকে রসনার পুরোনো স্বাদ। কিন্তু দাম শোনার পর অনেকেই আড়চোখে আরও একবার ইলিশের দিকে চেয়ে মুখ ফিরিয়েছেন অন্যদিকে।
advertisement
3/6
ইলিশের ঝাঁক জালে ওঠে বৃষ্টি আর পুবালি হাওয়ার যুগলবন্দিতে। সেই আবহাওয়া এখনও তৈরি হয়নি দিঘায়। দ্রুত আবহাওয়া অনুকূল হলেই ইলিশ উঠতে থাকবে জালে।
advertisement
4/6
গভীর সমুদ্রে মাছ শিকারে থাকা মৎস্যজীবীদের জালে জড়িয়েছিল সীমিত সংখ্যক ইলিশ, পমফ্রেট, চিংড়ি, ভোলা ইত্যাদি। যা দিয়েই শুরু হয় দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রের প্রথম দিনের হাঁকডাক।
advertisement
5/6
মরশুমের প্রথম ইলিশের দাম কত? জানলে চোখ কপালে উঠবে!
advertisement
6/6
এক একটির ওজন এক কিলোর আশেপাশে। গড়ন ও গায়ের রং দেখে বোঝা যায়, ভাল জাতের। পিলে চমকানো দাম। হাজারের ওপর। মধ্যবিত্ত বাঙালির তো ছুঁয়ে দেখার প্রশ্নই নেই। তবুও শান্তি, তবুও স্বস্তি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha- Hilsa-Ilish: বিরাট ওজন! মরশুমের প্রথম ইলিশ এল বাজারে! জিভে জল! দাম শুনলে হা হয়ে যাবেন!