Digha: সমুদ্রে গিয়েও মিলছে না পছন্দসই ইলিশ, তবে এই মেগা মাছেই লক্ষ্মী লাভে হাসিতে ভরপুর দিঘার এই বাজার
- Reported by:Saikat Shee
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Digha: দিঘায় ইলিশের দুঃখ ভুলে মৎস্যজীবীরা খুশি হল এই মাছ দেখে
advertisement
1/7

দিঘা: লক্ষ লক্ষ টাকার বিরল প্রজাতির মাছ পেয়ে ইলিশের দুঃখ ভুলে গেল দিঘার মৎস্যজীবীরা। নেই ঝিরঝিরে বৃষ্টি সঙ্গে হাওয়া দোসর, দিঘায় ইলিশ মাছ শিকারের অনুকূল পরিবেশ ব্যহত হয়েছে। অনুকূল পরিবেশ না থাকায় ইলিশ মাছে ভাটা পড়েছে দিঘায়। মরশুমে রূপালি শস্য জালে না উঠায় হতাশ মৎস্যজীবীরা।
advertisement
2/7
তবে এই ইলিশ মন্দার বাজারে মৎস্যজীবীদের মুখে হাসি ফুটল কয়েক লক্ষ টাকার ভোলা মাছ ওঠায়। এদিন একটি ভোলা মাছ দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে বিক্রির জন্য নিয়ে আসা হয়। বিরল প্রজাতির ভোলা মাছের দাম লক্ষ লক্ষ টাকা।
advertisement
3/7
তবে এই ইলিশ মন্দার বাজারে মৎস্যজীবীদের মুখে হাসি ফুটল কয়েক লক্ষ টাকার ভোলা মাছ ওঠায়। এদিন একটি ভোলা মাছ দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে বিক্রির জন্য নিয়ে আসা হয়। বিরল প্রজাতির ভোলা মাছের দাম লক্ষ লক্ষ টাকা।
advertisement
4/7
তবে এদিন দিঘা মোহনায় মৎস্য নিলাম কেন্দ্রে উঠে এল লক্ষ লক্ষ টাকার তেলিয়া ভোলা কই ভোলা মাছ। লক্ষ লক্ষ টাকার তেলিয়া ভোলা মাছ দিঘা মোহনার গুরুগম্ভীর পরিবেশকে খুশির পরিবেশে বদলে দিল। সরগম হয়ে উঠল।
advertisement
5/7
তবে এদিন দিঘা মোহনায় মৎস্য নিলাম কেন্দ্রে উঠে এল লক্ষ লক্ষ টাকার তেলিয়া ভোলা কই ভোলা মাছ। লক্ষ লক্ষ টাকার তেলিয়া ভোলা মাছ দিঘা মোহনার গুরুগম্ভীর পরিবেশকে খুশির পরিবেশে বদলে দিল। সরগম হয়ে উঠল।
advertisement
6/7
জিএনএফটি আড়তে মাছটিকে নিলামে তোলা হয়। দীর্ঘ দর হাঁকাহাঁকির পর একটি সংস্থা মাছটির সর্বোচ্চ দাম ঘোষণা করে প্রতি কেজি ১২ হাজার টাকা। ১৮ কেজি ওজনের মাছটি বিক্রি করে মোট ২ লক্ষ ১৬ হাজার টাকা পেয়েছেন কাঁথি দেশপ্রাণ ব্লকের বাসিন্দা সুভাষ চন্দ্র জানা। তাঁর 'নাগরাজ' ট্রলারের মৎস্যজীবীরা গভীর সমুদ্র থেকে ধরে এনেছিলেন মাছটি। তেলিয়া ভোলার পটকা ঔষধিগুণ সম্পন্ন। দামি ওষুধ তৈরিতে ব্যাপক চাহিদা রয়েছে। তা মূলত বিদেশেই পাঠানো হয়ে থাকে।
advertisement
7/7
গভীর জলের এই মাছ সচরাচর দেখা যায় না। কালেভদ্রে দু'য়েকটা যার জালে জড়ায় তারই যেন লটারিপ্রাপ্তি ঘটে। এদিনের ছিপছিপে গড়নের মাছটিকে দেখে কোনওভাবেই বোঝার উপায় ছিল না যে, লাখের ওপর খেলবে তার দাম। দিঘা-ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান নবকুমার পয়ড়্যা বলেন, 'এই মাছটি খুবই ছোট। তবুও ভাল দাম পেয়েছে।' মন্দার বাজারে এই ধরণের মাছ পেয়ে খুশি মৎস্যজীবীরা। চলতি মরশুমে প্রথমবার দিঘায় এই মাছ উঠল। Input- Saikat Shee
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha: সমুদ্রে গিয়েও মিলছে না পছন্দসই ইলিশ, তবে এই মেগা মাছেই লক্ষ্মী লাভে হাসিতে ভরপুর দিঘার এই বাজার