Digha draws huge crowd : দীঘায় হাজার হাজার মানুষ! সৈকত ঢেকেছে কালো মাথায়! বড়দিনে আতঙ্ক বাড়াচ্ছে সমুদ্র সৈকত
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Digha draws huge crowd : বড়দিনে গোটা রাজ্যের মানুষ যেন পৌঁছে গিয়েছেন দীঘায়! কোথায় করোনা! মানুষের ভিড় দেখে বাড়ছে আতঙ্ক
advertisement
1/6

বড়দিনের আমেজে মেতে উঠেছে বাঙালিরা। এই দিনে বহু মানুষ ভিড় জমিয়েছেন দীঘার সমুদ্র সৈকতে। হাজার হাজার মানুষে ছেয়ে গিয়েছে দীঘার সমুদ্র সৈকত।
advertisement
2/6
চারিদিকে শুধু কালো মাথায় ছেয়ে রয়েছে। সমুদ্রে নেমে পড়ছেন সকলে। মাস্ক বা সোশ্যাল দূরত্ব মানার বালাই নেই বললেই চলে। এই ছবি দেখে কে বলবে ফের চোখ রাঙাচ্ছে করোনাভাইরাস।
advertisement
3/6
ওমিক্রন নিয়ে ফের চিন্তার ছাপ গবেষকদের মধ্যে। কিন্তু উৎসব প্রিয় বাঙালি কিন্তু সে সব ভাবতে নারাজ। সব কিছু ভুলে তাঁরা মেতে উঠেছে আনন্দে।
advertisement
4/6
রেকর্ড সংখ্যক লোক গিয়েছেন দীঘাতে। এই খবর পর্যটন শিল্পের জন্য অবশ্যই ভাল। তবে করোনা পরিস্থিতির কথা ভাবলে কিন্তু বেশ ভয়ের।
advertisement
5/6
বনভোজন ও সমুদ্রস্নানে মেতে উঠেছেন পর্যটকরা। নিউ থেকে ওল্ড দীঘার সঙ্গে উদয়পুর সি বিচ এবং মান্দারমনি, শংকরপুর, তাজপুর জুড়েই বড়দিনের সকাল থেকে ভিড় জমিয়েছেন পর্যটকরা।
advertisement
6/6
শুধু কলকাতা নয়, বিভিন্ন রাজ্য থেকে দীঘায় এসেছেন পর্যটকরা। ঝাউবনে মেতেছেন পিকনিকে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha draws huge crowd : দীঘায় হাজার হাজার মানুষ! সৈকত ঢেকেছে কালো মাথায়! বড়দিনে আতঙ্ক বাড়াচ্ছে সমুদ্র সৈকত