TRENDING:

Digha: মাত্র ২২৫ টাকাতেই দীঘায় থাকার দারুণ সরকারি ব্যবস্থা! বুকিং অনলাইনে! জানুন বিশদে...

Last Updated:
Digha: দীঘায় মাত্র ২২৫ টাকাতেই রয়েছে থাকার ব্যবস্থা অর্থাৎ হোটেল। বিশ্বাস না হলেও এই অবিশ্বাস্য ব্যবস্থা করে রেখেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অনুমোদিত নিউ দিঘা যুব আবাস।
advertisement
1/8
মাত্র ২২৫ টাকাতেই দীঘায় থাকার দারুণ সরকারি ব্যবস্থা! বুকিং অনলাইনে! জানুন বিশদে
বাঙালি পর্যটকের অন্যতম প্রিয় ডেস্টিনেশন দিঘা। দু'দিনের ছুটি পেল কী পেল না বাঙালি ছোট দিঘায়। নিঃসন্দেহে এই রাজ্যে বেড়ানোর যে সকল ডেস্টিনেশন রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এই দিঘা।
advertisement
2/8
বছরের বিভিন্ন সময় এই সমুদ্র সৈকতে দেশ-বিদেশের মানুষ ভিড় জমান। ছোট্ট ছুটিতে ঘুরে আসার জন্য কলকাতা থেকে এত কাছে এক সুন্দর সৈকত নগরী দীঘার বিকল্প পাওয়া মুশকিল বলেই মত ভ্রমণ বিশেষজ্ঞদের।
advertisement
3/8
কলকাতার অদূরে এমন সুন্দর বেড়ানোর জায়গাকে আরও সুন্দর করতে সরকারের তরফেও নেওয়া হয়েছে সৌন্দর্যায়নের নানা উদ্যোগ। কিন্তু এমন সুন্দর জায়গায় যাতায়াতের পরিপ্রেক্ষিতে যা না খরচ হয় তার কয়েকগুণ খরচ হয়ে থাকে সেখানে থাকা খাওয়ার।
advertisement
4/8
সিজন অনুযায়ী হোটেল মালিকরা তাদের হোটেলের দর কয়েকগুণ বাড়িয়ে দেন। সাধারণ সময়ে যে হোটেল হাজার টাকায় পাওয়া যায় তা পর্যটকদের আগমণের মরশুমে হয়ে দাঁড়ায় তিন হাজার টাকা পর্যন্ত।
advertisement
5/8
কিন্তু অনেকেরই জানা নেই এই চড়া দামের মধ্যেও দীঘায় মাত্র ২২৫ টাকাতেই রয়েছে থাকার ব্যবস্থা অর্থাৎ হোটেল। বিশ্বাস না হলেও এই অবিশ্বাস্য ব্যবস্থা করে রেখেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অনুমোদিত নিউ দিঘা যুব আবাস। এখানে মাথাপিছু প্রতিদিন খরচ ২২৫ টাকা। এছাড়াও AC ডবল বেড রুমের ভাড়া ৭৫০ টাকা এবং ট্রিপল বেড রুমের খরচ প্রতিদিন ১১২৫ টাকা।
advertisement
6/8
সুতরাং পকেটে তেমন রেস্ত না থাকলেও আশ মেটাতে এবারে ঘুরে আসাই যায় দিঘায় একেবারে যৎসামান্য খরচেই। পুজো হোক অথবা শীতের ছুটি, অনেকেই খরচের দিকে তাকিয়ে পিছিয়ে যান দিঘার মতো সৈকতনগরীতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা থেকে। তাঁদের জন্য পরামর্শ , আপনারা নিশ্চিন্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অনুমোদিত নিউ দীঘা যুব আবাস বুকিং করে যেতেই পারেন। এই যুব আবাস বুকিং করা যায় অনলাইনে।
advertisement
7/8
বুকিং করার জন্য পর্যটকদের https://youthhostelbooking.wb.gov.in/pages/Home.aspx ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে লগ ইন করতে হবে। যাদের অ্যাকাউন্ট নেই তাদের রেজিস্টার করতে হবে। এরপর CHECK AVAILABILITY অপশনে ক্লিক করে দেখে নিতে হবে কোন কোন দিন কোন রুম ফাঁকা রয়েছে।
advertisement
8/8
রুম ফাঁকা অনুযায়ী আপনি আপনার চাহিদা মত রুম বুকিং করে নিতে পারবেন। কোন রুমের জন্য কত খরচ হবে তা দেখার জন্য এই ওয়েবসাইটের মধ্যে রয়েছে TARIFF CHART অপশন। যেখান থেকে খরচ দেখে নেওয়া যায়। তারপরেই করে ফেলা যায় বুকিং।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha: মাত্র ২২৫ টাকাতেই দীঘায় থাকার দারুণ সরকারি ব্যবস্থা! বুকিং অনলাইনে! জানুন বিশদে...
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল