Digha: দিঘার সমুদ্রে এ কী উঠল! ছুটে আসছেন দূর-দূরান্তের মানুষ! দেখে পিলে চমকে যাচ্ছে সকলে
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Digha: বিশাল আকৃতির শঙ্কর মাছ এদিন দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে নিয়ে আসেন মৎস্যজীবীরা।
advertisement
1/6

আবারও দিঘা মোহনা মৎস নিলাম কেন্দ্র জুড়ে শোরগোল পড়ল। তবে এবার বিরাট আকৃতির তেলিয়া ভোলা বা কৈ ভোলা মাছের জন্য নয়, কিংবা ইলিশ উঠে আসার জন্য নয়। বিশাল আকৃতির শঙ্কর মাছ ঘিরে শোরগোল ছড়াল।
advertisement
2/6
বিশাল আকৃতির শঙ্কর মাছ এদিন দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে নিয়ে আসেন মৎস্যজীবীরা। মাছটির ওজন প্রায় ৪০ কেজি। বৃহৎ আকৃতির ওই শঙ্কর মাছ দেখে দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে শোরগোল পড়ে যায়।
advertisement
3/6
ইলিশের দেখা না মিললেও অন্যান্য সামুদ্রিক মাছ ভাল পরিমান জালে জড়াচ্ছে দিঘার সমুদ্রে। এর পাশাপাশি তেলিয়া ভোলা ও কই ভলা মৎস্যজীবীদের খুশির মাত্রা দ্বিগুণ করেছে। তার ওপর বাড়তি পাওনা বৃহৎ আকৃতির শংকর মাছ।
advertisement
4/6
এদিন দিঘা মোহনা মৎস নিলাম কেন্দ্রে নিয়ে আসা এই বৃহৎ আকৃতির শঙ্কর মাছটি ওড়িশার একটি ট্রলারে ধরা পড়ে। সেখান থেকেই নিয়ে আসা হয় মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে। মাছটি আনার সঙ্গে সঙ্গে শরগোল পড়ে যায়, মৎস্য নিলাম কেন্দ্রে।
advertisement
5/6
এদিন দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে ৪০ কেজি ওজনের বৃহৎ একটি শঙ্কর মাছ নিলামে ওঠে। এত বড় মাছ দেখতে পর্যটক ও স্থানীয়দের ভিড় লক্ষ্য করা যায় মৎস্য নিলাম কেন্দ্রে। শঙ্কর মাছটি বৃহৎ আকৃতির হলেও দাম অত্যন্ত কম। মাছটি ১ লক্ষ টাকারও কম দামে বিক্রি হয়।
advertisement
6/6
মাছটির দাম যাই হোক না কেন মরশুমে প্রথম এত বৃহৎ আকৃতির শঙ্কর মাছ জালে, ওঠায় খুশি ওই ট্রলারের মালিক থেকে মৎস্যজীবীদের পাশাপাশি দিঘা মোহনার ক্রেতা বিক্রেতারা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha: দিঘার সমুদ্রে এ কী উঠল! ছুটে আসছেন দূর-দূরান্তের মানুষ! দেখে পিলে চমকে যাচ্ছে সকলে