TRENDING:

Digha News: দীপাবলিতে দিঘায় তুলকালাম...! কাতারে কাতারে ছুটছে মানুষ! সমুদ্রে সৈকতে আচমকা কী হল...? কারণ জানলে চমকে যাবেন, এখনই কাটুন টিকিট

Last Updated:
Digha News: দীপাবলি ও কালীপুজোর ছুটিতে দিঘা এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। দিঘা সি-বিচ আলোর রোশনাইয়ে সেজে উঠেছে।
advertisement
1/6
দীপাবলিতে দিঘায় তুলকালাম...! কাতারে কাতারে ছুটছে মানুষ! সমুদ্রে সৈকতে আচমকা কী হল...?
দীপাবলির ছুটিতে জনসমুদ্রে পরিণত হয়েছে দিঘা। আলোর উৎসবের আমেজে মাতোয়ারা সমুদ্র শহর এখন আলো, আনন্দ আর পর্যটকদের কোলাহলে মুখরিত। সোমবার সকাল থেকেই ভিড় উপচে পড়ছে দিঘায়। ছোট-বড় সব হোটেলই পরিপূর্ণ বুকিং, সৈকত থেকে শুরু করে বাজার, রেস্টুরেন্ট, সব জায়গায় উপচে পড়ছে পর্যটকদের ভিড়।
advertisement
2/6
এবারের দুর্গোৎসবে তেমন ভিড় হয়নি দিঘায়। শেষ মুহূর্তে সামান্য পর্যটক এলেও টানা দুর্যোগে সেই আনন্দে ভাটা পড়েছিল। তবে দীপাবলি ও কালীপুজোর ছুটিতে সেই আক্ষেপ মুছে গিয়েছে। আলোর রোশনাই আর উৎসবের আমেজে এবার পর্যটকদের ঢল নেমেছে দিঘায়। শহরের হোটেলগুলো রঙিন আলোকসজ্জায় সেজে উঠেছে। দিঘা সি-বিচ, নিউ দিঘা, ওল্ড দিঘা, সব জায়গায় পর্যটকদের ভিড় উপচে পড়ছে।
advertisement
3/6
দীপাবলির‌ আগের রাত থেকেই আলোর ঝলকে ঝলমল করছে সমুদ্র নগরী। দিঘা জগন্নাথ মন্দিরেও বিশেষ আলোর উৎসব। মন্দির প্রাঙ্গণে দীপাবলি উপলক্ষে আয়োজিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, ভজন ও দীপ প্রজ্জ্বলন। দিনভর নানা ধর্মীয় কর্মসূচিতে অংশ নিতে হাজির হয়েছেন অসংখ্য ভক্ত ও পর্যটক।
advertisement
4/6
কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এমনকি ভিন রাজ্যে থেকে হাজার হাজার ভ্রমণপিপাসু মানুষ ছুটে এসেছেন দিঘায়। হোটেলগুলোতে এখন তিল ধারণের জায়গা নেই। প্রায় সব কটি রুমই আগে থেকেই বুক হয়ে গেছে। দিঘা-শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র বলেন, “দুর্গাপুজোর সময় কিছুটা ক্ষতি হলেও দীপাবলির ছুটিতে তা পুরোপুরি পুষিয়ে গেছে। গত কয়েকদিনে দিঘায় যে ভিড় হয়েছে, তা আমাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি। সব হোটেলই প্রায় বুকিং ফুল। পর্যটক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে দোকানপাট, রেস্টুরেন্ট, সবাই উপকৃত হচ্ছেন।”
advertisement
5/6
কলকাতার এক পর্যটক বলেন, “প্রতি বছরই দীপাবলিতে নতুন কোথাও ঘুরতে যাই। এবারে দিঘা বেছে নিয়েছিলাম। ভেবেছিলাম একটু শান্ত পরিবেশ পাব, কিন্তু এখানে যে এত ভিড় হবে ভাবিনি। তবে উৎসবের আমেজটা দারুণ লাগছে।"
advertisement
6/6
দীপাবলির ছুটিতে পর্যটকদের ঢল দিঘার পর্যটন চিত্রে এনে দিয়েছে জন সমুদ্র। সমুদ্রতট সেজে উঠেছে আলোর রোশনায়। হোটেল, বাজার থেকে রেস্টুরেন্ট, সব জায়গায় উৎসবের কোলাহল। দীর্ঘদিন পর এমন ভিড়ে খুশি পর্যটন ব্যবসায়ীরা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha News: দীপাবলিতে দিঘায় তুলকালাম...! কাতারে কাতারে ছুটছে মানুষ! সমুদ্রে সৈকতে আচমকা কী হল...? কারণ জানলে চমকে যাবেন, এখনই কাটুন টিকিট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল