TRENDING:

Didir Doot || Satabdi Roy: ছুঁলেনই না ভাত-ডাল-খাসির মাংস...! স্রেফ 'ফটোসেশন' সেরেই সটান যা করলেন 'দিদির দূত' শতাব্দী রায়! তাজ্জব দলীয় কর্মীরাও

Last Updated:
Didir Doot || Satabdi Roy: হাঁসন বিধাসভার রামপুরহাট ২ নম্বর ব্লকের বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের তেঁতুলিয়া গ্রামে তৃণমূল কর্মী সুজিত সরকার বাড়িতে খাবারের আয়েজন করা হয়েছিল। মেনু ছিল ভাত, বেগুন ভাজা, মুগের ডাল, পাঁচ তরকারি, খাসির মাংস,মাছ ভাজা।
advertisement
1/8
ছুঁলেনই না ভাত-ডাল-খাসির মাংস..! স্রেফ 'ফটোসেশন' সেরেই সটান যা করলেন 'দিদির দূত'
পঞ্চায়েত নির্বাচনের আগেই রাজ্যজুড়ে তাদের নতুন কর্মসূচি চালু করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস – দিদির সুরক্ষা কবচ। তারই অংশ হিসেবে গ্রামে গ্রামে শহরে শহরে ঘুরে নালিশ শুনছেন ‘দিদির দূত’রা। শুধু তাই নয় মানুষকে রাজ্যের নানা পরিষেবা নিয়ে মানুষকে বোঝানোর কাজেও নেমেছেন তৃণমূল কর্মীরা।
advertisement
2/8
কিন্তু সেই কাজে গিয়েই শুক্রবার দিকে দিকে বিক্ষোভের মুখে পড়লেন তাঁরা। তবে সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়লেন বীরভূমের তারকা সাংসদ শতাব্দী রায়। বীরভূমের মাড়গ্রামে তিনি গেলে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। সেখানকার পরিস্থিতি শান্ত করে সাংসদ যান হাসনের একটি গ্রামে। সেখানে পঞ্চব্যাঞ্জনে সাজানো পাত না ছুঁয়েই শুধু ছবি তুলে উঠে পড়লেন তিনি!
advertisement
3/8
হাঁসন বিধাসভার রামপুরহাট ২ নম্বর ব্লকের বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের তেঁতুলিয়া গ্রামে তৃণমূল কর্মী সুজিত সরকার বাড়িতে খাবারের আয়েজন করা হয়েছিল। মেনু ছিল ভাত, বেগুন ভাজা, মুগের ডাল, পাঁচ তরকারি, খাসির মাংস,মাছ ভাজা। প্রতিবেদন ও ছবি : অক্ষয় ধীবর
advertisement
4/8
আর সেই ছবিই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে, সকলের সঙ্গে মাটিতে খেতে বসে ছবি তোলার পরেই পাতে হাত পর্যন্ত না দিয়ে সটান উঠে গেলেন শতাব্দী! আর তিনি পাত ছেড়ে উঠে পড়ায় অন্যরাও খেতে পারলেন না। প্রতিবেদন ও ছবি : অক্ষয় ধীবর
advertisement
5/8
এরপরেই এই নিয়ে শুরু হয় তুমুল চর্চা। সাংসদের এই আচরণ অত্যন্ত দৃষ্টিকটূ লেগেছে বলেই ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা। তাঁর এই আচরণে যথেষ্ট সমালোচনা শুরু হয়েছে দলের অন্দরে ও বাইরেও। প্রতিবেদন ও ছবি : অক্ষয় ধীবর
advertisement
6/8
অন্যদিকে, এদিন তৃণমূলের সহ-সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও বাঁকুড়া ২ নম্বর ব্লকের জুনবেদিয়ায় যান ‘দিদির দূত’ হয়ে। সেখানকার বাসিন্দাদের নালিশ শুনে তিনি ডায়েরিতে নথিভূক্ত করেন। সবরকম সমস্য়া সমাধানের আশ্বাস দেন তিনি। প্রতিবেদন ও ছবি : অক্ষয় ধীবর
advertisement
7/8
.অন্যদিকে, ডায়মন্ড হারবারে ‘দিদির দূত’ প্রকল্প নিয়ে দলের সমর্থকদেরই ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক পান্নালাল হালদার। শুক্রবার সকালে দলের পতাকা নিয়ে একদল কর্মী, সমর্থক তাঁর বাড়ি ঘিরে ধরেন। প্রতিবেদন ও ছবি : অক্ষয় ধীবর
advertisement
8/8
অভিযোগ তোলেন, ‘দিদির দূত’ কর্মসূচি একাই করছেন বিধায়ক। তাঁদের সঙ্গে নিচ্ছেন না। আধঘণ্টা ধরে চলে বিক্ষোভ। পালটা বিধায়কের অভিযোগ, সকলকে নিয়েই তিনি দলের কর্মসূচি পালন করতে চান। তাই অন্যদেরও ডাকা হয়েছিল। কিন্তু কেউ আসেননি। প্রতিবেদন ও ছবি : অক্ষয় ধীবর
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Didir Doot || Satabdi Roy: ছুঁলেনই না ভাত-ডাল-খাসির মাংস...! স্রেফ 'ফটোসেশন' সেরেই সটান যা করলেন 'দিদির দূত' শতাব্দী রায়! তাজ্জব দলীয় কর্মীরাও
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল