জন্মাষ্টমীতে চাকলা ধামে ভক্তদের ভিড়! কীসের টানে ছুটে আসছে মানুষ? জানলে আপনিও যেতে চাইবেন!
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
নিজেদের মনস্কামনা পূরণের পাশাপাশি পরিবারের সুখ শান্তির জন্য বাবার মাথায় জল ঢেলে প্রার্থনা সারছেন ৮ থেকে ৮০ সকল বয়সের মানুষ
advertisement
1/6

<strong>উত্তর ২৪ পরগণা, রুদ্র নারায়ণ রায়ঃ</strong> লক্ষাধিক ভক্তসমাগমের মধ্য দিয়ে জন্মাষ্টমীর পাশাপাশি চাকলা ধামে বাবা শ্রী লোকনাথের জন্মতিথি উদযাপন হচ্ছে। রাত থেকেই বাবার মাথায় জল ঢালতে দূরদূরান্ত থেকে ভক্তদের ঢল নেমেছে মন্দিরে।
advertisement
2/6
নিজেদের মনস্কামনা পূরণের পাশাপাশি পরিবারের সুখ শান্তির জন্য বাবার মাথায় জল ঢেলে প্রার্থনা সারছেন ৮ থেকে ৮০ সকল বয়সের মানুষ। দীর্ঘ লাইন দিয়ে সুশৃঙ্খলভাবে বাবা লোকনাথের মূর্তিতে জল ঢেলে চলছে পুজোপাট। (ছবি ও তথ্যঃ রুদ্র নারায়ণ রায়)
advertisement
3/6
বহুদূর থেকে বাঁকে করে পায়ে হেঁটে মানুষজন এদিন এসে পৌঁছচ্ছেন উত্তর ২৪ পরগণা জেলার দেগঙ্গার চাকলা ধামে। লক্ষাধিক ভক্ত সমাগমের কারণে জেলা পুলিশের পক্ষ থেকে মন্দির চত্বর সহ আশেপাশের এলাকাগুলিতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। (ছবি ও তথ্যঃ রুদ্র নারায়ণ রায়)
advertisement
4/6
দূরদূরান্ত থেকে আসা ভক্তদের যাতে কোনও রকম সমস্যার সম্মুখীন না হতে হয়, সেই জন্য প্রশাসন ও মন্দির কমিটির তরফে বিশেষ ব্যবস্থা করা হয়। বিশেষ দিনে বাবার মাথায় জল ঢালা ও বিশেষ পুজোর মধ্য দিয়ে এদিন চাকলা যেন উৎসবের চেহারা নিয়েছে। (ছবি ও তথ্যঃ রুদ্র নারায়ণ রায়)
advertisement
5/6
এদিন মন্দির চত্বরে ভক্তদের সঙ্গে কথা বলে জানা গেল কেউ এসেছেন ২০ কিলোমিটার হেঁটে, কেউ আবার পরিবারের সঙ্গে ১২ কিলোমিটার পায়ে হেঁটে এসেছেন। অনেকেই জানালেন প্রতিবছর বাবার টানে চাকলা ধামে আসেন। (ছবি ও তথ্যঃ রুদ্র নারায়ণ রায়)
advertisement
6/6
শোনা যায়, জল ঢেলে শান্তির পাশাপাশি মনের ইচ্ছা বাবাকে জানালে তা পূরণ হয়। তাই এই বিশেষ দিনে লোকনাথ বন্দনায় ব্রতী হতে দেখা গেল অগুনতি মানুষকে। (ছবি ও তথ্যঃ রুদ্র নারায়ণ রায়)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
জন্মাষ্টমীতে চাকলা ধামে ভক্তদের ভিড়! কীসের টানে ছুটে আসছে মানুষ? জানলে আপনিও যেতে চাইবেন!