Durga Puja 2025: রাজমহলের স্বাদ নিতে আর দূরে যেতে হবে না, দেশবন্ধু পার্কের থিমে এবার স্থাপত্যের জাদু
- Reported by:Rintu Panja
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
আসানসোলের রূপনারায়ণপুরে দেখতে পাবেন রাজমহলের আদলে তৈরি বিশাল পুজো মণ্ডপ। দেশবন্ধু পার্ক পুজো কমিটি ফুটিয়ে তুলেছে এই সুদীর্ঘ রাজমহল থিম। প্রতিমা সাবেকী
advertisement
1/6

রাজ মহল বললেই আমাদের পুরনো দিনের অর্থাৎ কয়েক দশক আগে সময়ে ফিরে যেতে ইচ্ছা করে। এবং এই রাজ মহল হচ্ছে পুরনো সময়ের একটি দারুণ স্থাপত্য শৈলী। সুদক্ষ মিস্ত্রি নিয়ে এসে এই সুদীর্ঘ রাজমহল তৈরি করা হতো একদম নিখুঁত হাতের কাজ দিয়ে। (ছবি ও তথ্য : রিন্টু পাঁজা)
advertisement
2/6
যা স্বাভাবিকভাবে সকলেরই একরকম মন কেড়ে নেওয়ার মতোই জিনিস। এবার সেই পুরনো সময়ের রাজমহলের স্বাদ নিতে গেলে আপনাকে আর যেতে হবে না ভিন রাজ্যে। আপনি চলে আসুন আসানসোল মহকুমা অন্তর্গত রূপনারায়নপুর এলাকায়।
advertisement
3/6
দেশবন্ধু পার্ক রূপ নারায়ণপুর এবারে ৩২ তম বর্ষে পদার্পণ করছে। এবারে প্রায় ৮ লক্ষ টাকা বাজেটে ফুটিয়ে তোলা হচ্ছে রাজমহলের আদলে পুজোর মণ্ডপ। দর্শনার্থীরা মাঠের মধ্যে প্রবেশ করলে দেখতে পাবেন একটি সুদীর্ঘ রাজমহল।
advertisement
4/6
যা বিভিন্ন আলোকসজ্জার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, সহজে আপনি ধরতেই পারবেন না যে আপনি রাজমহলে রয়েছেন নাকি রূপনারায়ণপুরে। দর্শনার্থীরা মণ্ডপের ভিতরে প্রবেশ করে দেখতে পাবেন, একটি রাজমহলে যে সমস্ত নকশা ব্যবহার করা হয়ে থাকে সে সমস্ত নকশা।
advertisement
5/6
এখান প্রতিমা সাবেকিয়া। সমগ্র মণ্ডপটি ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে বাঁশ, প্লাই, কলকা সহ আরও ওয়ান কিছু। স্বাভাবিকভাবেই এই আস্ত একটা রাজমহল দেখতে ভিড় করছেন এলাকার সাধারণ মানুষ।
advertisement
6/6
দেশবন্ধু পার্ক রূপনারায়ণপুর পুজো কমিটির কোষাধক্ষ্য সুব্রত সাহা বলেন “প্রত্যেক বছরই আমরা বিভিন্ন থিমের ভাবনায় ফুটিয়ে তুলি পুজো মণ্ডপ। সবার কাছে নজর কারে আমাদের এই পুজো মণ্ডপ। পুজোর পাশাপাশি আমরা বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকি।” (ছবি ও তথ্য : রিন্টু পাঁজা)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: রাজমহলের স্বাদ নিতে আর দূরে যেতে হবে না, দেশবন্ধু পার্কের থিমে এবার স্থাপত্যের জাদু