এত্ত বৃষ্টি দেখে আতঙ্কিত, ভয় আরও বাড়বে শনিবারেও, সাগর ছেড়ে এবার বাংলার ওপরেই গভীর নিম্নচাপ, হবে বৃষ্টির তাণ্ডব, রইল ওয়েদার আপডেট
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Depression Over Bay Of Bengal: বঙ্গোপসাগরের ওপর প্রবল নিম্নচাপ। শুক্রবার দিনভর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বেশ কিছু জেলায় ২০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
advertisement
1/8

দিঘা: সুস্পষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। গভীর নিম্নচাপের অবস্থান উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর। এবং বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল এলাকা। বাংলাদেশের খেপুপাড়া থেকে ১৬০ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান। ক্যানিং থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে। সাগরদ্বীপ থেকে ৮০ কিলোমিটার পূর্বদিকে। কলকাতা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান। Photo Courtesy- (Meta AI)
advertisement
2/8
বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। শুক্রবার সকাল থেকেই বেড়েছে বৃষ্টির পরিমাণ। বেলা যেত বাড়ছে ততই বাড়ছে বৃষ্টির ব্যাপকতা। বঙ্গোপসাগরে ঘনিয়েছে প্রবল নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাবে রাজ্যের উপকূলবর্তী জেলা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। কোনও কোনও জেলায় ২০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কতা একাধিক জেলায়। নিম্নচাপের এই বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত।
advertisement
3/8
আলিপুর হাওয়া অফিসে রিপোর্টে জানা যায়, পূর্বাভাস মত উত্তর বঙ্গোসাগরে প্রবল নিম্নচাপ ঘনিয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের কলকাতা সহ প্রতিটি জেলায় বৃহস্পতিবার রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। শুক্রবার সকাল থেকেই বেড়েছে বৃষ্টির ব্যাপকতা। শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তারপর ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসবে। জানা যায়, এই নিম্নচাপের গতিপথ বাংলা ও ওড়িশার উপকূল হয়ে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড।
advertisement
4/8
পরবর্তী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে উত্তর ওড়িশা ও সংলগ্ন ঝাড়খন্ড এলাকা ঢুকে পড়বে নিম্নচাপ। মৌসুমী অক্ষরেখা বাঁকুড়া এবং কলকাতার উপর দিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।
advertisement
5/8
আলিপুর হাওয়া অফিস থেকে জানা যায় বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির লাল সর্তকতা। এছাড়া পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বৃষ্টির পাশাপাশি বইবে দমকা ঝোড়ো হাওয়া।
advertisement
6/8
বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়ো হাওয়ার গতিবেগ বেশি থাকবে। ঘন্টায় ৪০ থেকে ৪৫ কিলোমিটার গতিবেগে বইবে ঝড়ো হাওয়া। উত্তাল থাকবে সমুদ্র। মৎস্যজীবীদের সোমবার পর্যন্ত সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি একাধিক জেলায়।
advertisement
7/8
এদিন সকাল থেকেই প্রবল বৃষ্টি চলছে দিঘা সহ পূর্ব মেদিনীপুরে। বেলা যত বাড়ছে বৃষ্টির ব্যাপকতা বাড়ছে। বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টির কারণে তাপমাত্রার পারদ নিম্নমুখী হয়েছে। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯২ শতাংশ।
advertisement
8/8
নিম্নচাপের কারণে শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি। বৃষ্টির পাশাপাশি বইবে ঝড়ো হাওয়া। আলিপুর হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় নিম্ন চাপের কারণে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায়। Input- Saikat Shee
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
এত্ত বৃষ্টি দেখে আতঙ্কিত, ভয় আরও বাড়বে শনিবারেও, সাগর ছেড়ে এবার বাংলার ওপরেই গভীর নিম্নচাপ, হবে বৃষ্টির তাণ্ডব, রইল ওয়েদার আপডেট