Dengue: ডেঙ্গির প্রকোপ বাড়ছে, ডেঙ্গি রুখতে কড়া পদক্ষেপ ঘাটালে
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Syed Mijanur Mahaman
Last Updated:
বন্যার জলে প্লাবিত হয়েছে ঘাটাল। দীর্ঘদিন জলবন্দি থাকার পর যখন ধীরে ধীরে জল নামতে শুরু করেছে, তখনই দেখা দিয়েছে একাধিক জলবাহিত রোগের প্রকোপ। ডেঙ্গির সংক্রমণও ক্রমেই বাড়ছে। ঘাটালের গোপমহল এলাকায় বর্তমানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩-এ
advertisement
1/6

বন্যার জলে প্লাবিত হয়েছে ঘাটাল। দীর্ঘদিন জলবন্দি থাকার পর যখন ধীরে ধীরে জল নামতে শুরু করেছে, তখনই দেখা দিয়েছে একাধিক জলবাহিত রোগের প্রকোপ। ডেঙ্গির সংক্রমণও ক্রমেই বাড়ছে। ঘাটালের গোপমহল এলাকায় বর্তমানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩-এ। ( ছবি ও তথ্য মিজানুর রহমান)
advertisement
2/6
এই পরিস্থিতিতে মানুষকে সচেতন করতে ঘাটালে অনুষ্ঠিত হল এক অভিনব ডেঙ্গি সচেতনতা শিবির। সমাজকর্মী তৃণাঙ্কুর পাল অভিনব উপায়ে সচেতনতার বার্তা পৌঁছে দেন সাধারণ মানুষের কাছে
advertisement
3/6
তিনি ডেঙ্গি মশার সাজে রাস্তায় ঘুরে বেড়িয়ে মানুষকে জানান, ডেঙ্গি প্রতিরোধের উপায় ও সতর্কতা। তাঁর এই সৃজনশীল উদ্যোগে উপস্থিত মানুষের মধ্যে সচেতনতার বার্তা দ্রুত ছড়িয়ে পড়ে।
advertisement
4/6
শিবিরে সাধারণ মানুষকে বিনামূল্যে মশারি ও তথ্যপত্র বিতরণ করা হয়। পাশাপাশি ডেঙ্গি প্রতিরোধে করণীয় বিষয়গুলো নিয়েও আলোচনা করা হয়
advertisement
5/6
এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, পশ্চিম মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলা শাসক-সহ প্রশাসনের একাধিক আধিকারিক। শিবিরে উপস্থিত হয়ে তাঁরা সাধারণ মানুষকে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার কথা জানান। মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, “সরকারের পক্ষ থেকে ডেঙ্গি প্রতিরোধে ও সচেতনতা বৃদ্ধিতে একাধিক পদক্ষেপ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে সচেতনতা শিবিরের আয়োজন করা হচ্ছে। প্রশাসন সবদিকেই নজর রাখছে এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। "
advertisement
6/6
প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, এই ধরনের সচেতনতা কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে সঠিক তথ্য পৌঁছে দিতে সাহায্য করবে এবং ডেঙ্গি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঘাটালের সমাজকর্মী তৃণাঙ্কুর পালের উদ্যোগ ও প্রশাসনের সহযোগিতায় এই সচেতনতা শিবির যেন ডেঙ্গি মোকাবিলায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল।