স্বাদে গন্ধে ভরপুর! ভিন জেলার মানুষের মন মাতাচ্ছে দুর্গাপুর ব্যারেজের বিখ্যাত এই জিনিস!
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Dipika Sarkar
Last Updated:
ভিন জেলায় ব্যাপক চাহিদা দুর্গাপুর ব্যারেজের বিখ্যাত কুচো চিংড়ির। দাম ৩০০ থেকে ৬০০ টাকা প্রতি কেজি।
advertisement
1/6

দুর্গাপুর ব্যারেজের বিখ্যাত কুচো চিংড়ির বাজার তুঙ্গে শিলিগুড়ি সহ একাধিক জেলায়। তাই দামোদর নদের দুর্গাপুর ব্যারেজের সুস্বাদু কুচো চিংড়ি আজও দেদার রপ্তানি হচ্ছে ভিন জেলায়।
advertisement
2/6
দুর্গাপুর ব্যারেজের বিখ্যাত মাছ ছিল কালো রঙের দেড় হাত দাঁড়ওয়ালা গলদা চিংড়ি। যা আজ বিলুপ্তির পথে। তবে কুচো চিংড়ির বাজার গলদার থেকে কোনও ক্ষেত্রে কম যায়না বলে দাবি মৎস্যজীবীদের।
advertisement
3/6
তবে দুর্গাপুরের থেকে এই মাছের চাহিদা ভিন জেলায় অনেক বেশি থাকায় দুর্গাপুরের বাজার গুলিতে খুব একটা মেলে না নদের এই চিংড়ি।
advertisement
4/6
দামোদর নদ খরস্রোতা। নদে সারাবছর জল থাকে না। কিন্তু ওই জলাধারে জল জমিয়ে রাখা হয় শিল্প ও কৃষি কাজে ব্যবহারের জন্য। আর সেখানেই অনুকূল পরিবেশ পেয়ে জন্ম নেয় এই কুচো চিংড়ি।তবে বর্ষাকালে বিপুল পরিমাণে ওই চিংড়ি মাছ উৎপন্ন হয় এই নদে।
advertisement
5/6
এত বিপুল সংখ্যক মাছ দুর্গাপুরের বাজারে এলে স্বাভাবিকভাবেই মূল্য কমে যেত বলে দাবি মৎস্যজীবীদের।প্রতিদিন প্রায় ৬- ৭ কুইন্ট্যাল কুচো চিংড়ি ধরা হয়। ওই চিংড়ি মাছ এলাকার ৫ টি আড়তে বিক্রি করেন তাঁরা।
advertisement
6/6
আড়তদাররা ওই মাছ শিলিগুড়ি, নদীয়া, কৃষ্ণনগর, মালদা ইত্যাদি জেলায় পৌঁছে দেন।এই চিংড়ির বাজারমূল্য কেজিপিছু ৩০০ থেকে ৬০০ টাকা।ব্যারেজের এই কুচো চিংড়ি বিক্রি করে যথেষ্ট মুনাফা অর্জন করে মৎস্যজীবীরা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
স্বাদে গন্ধে ভরপুর! ভিন জেলার মানুষের মন মাতাচ্ছে দুর্গাপুর ব্যারেজের বিখ্যাত এই জিনিস!