TRENDING:

বক্সা পাহাড়ে গেলে কী কী দেখবেন? খাবেন কিংবা কিনবেন কী? পর্যটকদের জন্য দারুণ আয়োজন প্রতিনিধি দলের

Last Updated:
Buxa Tourism: বিশ্বের সামনে বক্সার সংস্কৃতি ও পর্যটন তুলে ধরলেন বক্সা পাহাড়ের চার বাসিন্দা। দিল্লিতে আয়োজিত আন্তর্জাতিক পর্যটন মেলায় বক্সার পর্যটন সম্পর্কে সকলকে জানাতে হাজির হয়েছেন চার প্রতিনিধির একটি দল।
advertisement
1/5
বক্সার পর্যটন বিশ্বের দরবারের তুলে ধরতে দিল্লিতে প্রতিনিধি দল
বিশ্বের সামনে বক্সার সংস্কৃতি ও পর্যটন তুলে ধরলেন বক্সা পাহাড়ের চার বাসিন্দা। দিল্লিতে আয়োজিত আন্তর্জাতিক পর্যটন মেলায় বক্সার পর্যটন সম্পর্কে সকলকে জানাতে হাজির হয়েছেন এই চার জন। বক্সা পাহাড়ের পর্যটন সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠুক চাইছেন তারা। (ছবি ও তথ্য:  অনন্যা দে)
advertisement
2/5
আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত এলাকা বক্সা পাহাড়। এই পাহাড়ে রয়েছে ১৩টি গ্রাম। যা প্রতিটি পর্যটককে বার বার সেখানে পৌঁছে যাওয়ার হাতছানি দেয়। পাহাড়ি রাস্তায় ট্রেক করে পৌঁছে যেতে হয় গ্রামগুলিতে।
advertisement
3/5
পাহাড়ি রাস্তা পেড়িয়ে গন্তব্যে পৌঁছানো কষ্টসাধ্য কাজ হলেও অনেক পর্যটক বার বার ঘুরতে আসেন বক্সা পাহাড়ে। এই এলাকার পর্যটন সম্পর্কে যাতে বিশ্বের সকলে জানতে পারেন সেই কারণেই দিল্লি যান এক প্রতিনিধি দল।
advertisement
4/5
বক্সা পাহাড়ে রয়েছে বক্সা ফোর্ট, লেপচাখা, তাসিগাও, পোখড়ি, রায়মাটাং ডিপোর মতো পর্যটন স্থলগুলি। তবে বিশ্ববাসীর কাছে অজানা এই এলাকাগুলি বলে মনে করেন বক্সা বাসীরা।
advertisement
5/5
এই পর্যটন মেলায় তাই অংশগ্রহণ করেছেন তাঁরা। শুধু পর্যটনের বিকাশ নয়। বক্সা পাহাড়ে বসবাসকারী ডুকপা জনজাতির মানুষদের সংস্কৃতি, খাদ্য সব তুলে ধরা হয়েছে। (ছবি ও তথ্য:  অনন্যা দে)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
বক্সা পাহাড়ে গেলে কী কী দেখবেন? খাবেন কিংবা কিনবেন কী? পর্যটকদের জন্য দারুণ আয়োজন প্রতিনিধি দলের
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল