TRENDING:

Deepavali 2025: দীপাবলি স্পেশ্যাল পোড়ামাটির আকর্ষণীয় আইটেমস! দেখলেই কিনতে ইচ্ছে করবে, জানুন কত পড়ছে দাম

Last Updated:
মৃৎশিল্পকে টিকিয়ে রাখতে কোনদিকে ঝুঁকছেন শিল্পীরা? সময় বদলেছে, বদলেছে মানুষের চাহিদা। তাঁর সঙ্গেই পাল্লা দিয়ে বাজার ধরছেন শিল্পীরা
advertisement
1/6
দীপাবলি স্পেশ্যাল পোড়ামাটির আকর্ষণীয় আইটেমস! দেখলেই কিনতে ইচ্ছে করবে, জানুন কত পড়ছে দাম
হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন। দুর্গাপুজোর পর এবার আলোর উৎসবে মেতে উঠবে রাজ্য তথা দেশবাসী। টুনিলাইট, হরেক রকম বৈদ্যুতিক আলো, মোমবাতি ছাড়াও ঐতিহ্যবাহী মাটির প্রদীপের আলোয় আলোকিত হবে চারিদিক। অমাবস্যার কালো রাত ঝলমল করে উঠবে। (ছবি ও তথ্য: দীপিকা সরকার)
advertisement
2/6
দুর্গাপুরের বাজার মাতাচ্ছে মাটির নানা ডিজাইনের বাহারি ও কারুকার্যে ভরা অভিনব প্রদীপের চোখ ধাঁধানো সম্ভার।কালীপুজোর আগে ধনতেরস, ভূত চতুর্দশী থেকে কালিপুজো দীপাবলি এবং ভাইফোঁটা পর্যন্ত টানা পাঁচ দিনের এই উৎসবে মনের মতো করে বাড়িঘর সাজান হয়। যার একটা বড় উপকরণই হল আলো।
advertisement
3/6
আধুনিক বৈদ্যুতিক আলোর যুগেও ঐতিহ্য ও সংস্কৃতি বহনকারী মাটির প্রদীপের চাহিদা আবারও ধীরে ধীরে বাড়ছে শিল্পাঞ্চলে। মৃৎশিল্পীরা দীপাবলির আগে প্রচুর পরিমাণে মাটির প্রদীপ তৈরি করছেন। এগুলি দুর্গাপুরের বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়। তবে এবার বাজারে মূল আকর্ষণ দেখলেই কিনতে ইচ্ছে করবে।
advertisement
4/6
সময় বদলেছে, সঙ্গে বদলেছে মানুষের পছন্দ থেকে চাহিদা ৷ একসময় চিরাচরিত প্রদীপের চাহিদা ছিল খুব বেশি ৷ এখন সেসব অতীত ৷ চিরাচরিত প্রদীপের চাহিদা কম থাকায় ডিজাইনার প্রদীপ বানানোর দিকেই ঝুঁকছেন মৃৎশিল্পীরা ৷ কারুকার্য করা প্রদীপের ওপরেই বেশি ভরসা করছেন তাঁরা।
advertisement
5/6
মাত্র ১ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত নানা দামে প্রদীপ মিলছে দুর্গাপুরের বাজারগুলিতে। সাবেকি মাটির প্রদীপগুলির দাম শুরু হয়েছে এক টাকা থেকে ১০ টাকা। টেরাকোটার ধাঁচে নকশা করা প্রদীপ মিলছে ১০ টাকা থেকে ৬০ টাকা দামে। এছাড়াও নানা ধরনের পঞ্চপ্রদীপ থেকে মাটির হ্যারিকেন, লণ্ঠন মিলছে ৮০ টাকা থেকে ৩০০ টাকার মধ্যে।
advertisement
6/6
হিন্দু মতে, আলো হল পবিত্রতা ও সৌভাগ্যের প্রতীক। অন্ধকার ও অশুভ শক্তিকে নাশ করতে একগুচ্ছ প্রদীপের সমাহারই হল এই আলোর উত্‍সবের গুরুত্ব। এক ক্রেতা প্রিয়াঙ্কা সরকার জানান, বাজারে অভিনব সব মাটির প্রদীপ এসেছে। দামও সকলের সাধ্যের মধ্যে। মাটির হ্যারিকেনগুলি অসাধারণ লাগছে। একটি হ্যারিকেন কিনলাম। (ছবি ও তথ্য: দীপিকা সরকার)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Deepavali 2025: দীপাবলি স্পেশ্যাল পোড়ামাটির আকর্ষণীয় আইটেমস! দেখলেই কিনতে ইচ্ছে করবে, জানুন কত পড়ছে দাম
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল