Biriyani: কিছুদিনেই কলকাতার আরও কাছে দাদা বৌদির বিরিয়ানি! কোথায় খুলছে নতুন দোকান? জানুন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
Biriyani: দাদা বৌদির বিরিয়ানি এ বার আধিপত্য জমাতে চলেছে মধ্যমগ্রামে। দাদা বৌদি হোটেলের বর্তমানে ব্যারাকপুর ছাড়া, সোদপুরেও একটি আউটলেট রয়েছে।
advertisement
1/6

*ব্যারাকপুরের পর এ বার জেলা সদর শহরের একেবারে কাছে মধ্যমগ্রামে আধিপত্য জমাতে খুলতে চলেছে দাদা বৌদি বিরিয়ানির নতুন শাখা। সংগৃহীত ছবি।
advertisement
2/6
*পয়লা বৈশাখেই এই সুবিশাল রেস্তোরাঁ খোলার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে বলে দাদা বৌদির বিরিয়ানি কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে। দ্রুত গতিতে চলছে সেই নতুন রোস্তোরাঁ তৈরির কাজ। সংগৃহীত ছবি।
advertisement
3/6
*যশোর রোড পার্শ্বস্ত হওয়ায় অন্যান্য শাখার থেকে এই শাখা মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য হয়ে উঠবে বলেই আশা বিরিয়ানি প্রেমীদের। সংগৃহীত ছবি।
advertisement
4/6
*মধ্যমগ্রাম থেকে বিটি কলেজ যাওয়ার মাঝামাঝি এই সুবিশাল দাদা বৌদির বিরিয়ানির জন্য হচ্ছে ঝা চকচকে বিল্ডিং। বিল্ডিংটি গ্রাউন্ড ফ্লোর-সহ মোট ছয় তলা হচ্ছে বলেই জানিয়েছেন নির্মাণ কর্মীরা। সংগৃহীত ছবি।
advertisement
5/6
*দাদা বৌদি হোটেলের বর্তমানে ব্যারাকপুর ছাড়া, সোদপুরেও একটি আউটলেট রয়েছে। তবে জনপ্রিয়তার নিরিখে ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানির দোকানেই এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা যায় বলেই ক্রেতাদের দাবি। সংগৃহীত ছবি।
advertisement
6/6
*আগামী দিনে যশোর রোডের পাশেই দাদা বৌদির এই 'বিরিয়ানির মল' যে সবাইকে আকৃষ্ট করবে তা বলাই যায়। আর তার জন্য অপেক্ষা আর মাত্র কিছুদিনের। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Biriyani: কিছুদিনেই কলকাতার আরও কাছে দাদা বৌদির বিরিয়ানি! কোথায় খুলছে নতুন দোকান? জানুন