TRENDING:

ফুঁসছে সাগর...! পশ্চিমি ঝঞ্ঝা-ঘূর্ণাবর্ত...! কাঁপিয়ে বৃষ্টি দক্ষিণবঙ্গের ৪ জেলায়! জানুন লেটেস্ট ওয়েদার আপডেট

Last Updated:
Cyclonic Circulation Update: আগামী ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়।
advertisement
1/16
ফুঁসছে সাগর..! পশ্চিমি ঝঞ্ঝা-ঘূর্ণাবর্ত..! কাঁপিয়ে বৃষ্টি দক্ষিণবঙ্গের ৪ জেলায়
আচমকা তুমুল বদল বাংলা-সহ দেশের বেশ কয়েকটি রাজ্যের আবহাওয়ার। সোমবারের টিপটিপ ঝিরঝিরের পর মঙ্গলে আবহাওয়ার আরও চমক। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ। হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
advertisement
2/16
চার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের উপরের জেলায় ভারী বৃষ্টি চলবে। অতিভারী বৃষ্টি পূর্বাভাস দুই তিন জেলায়। তাপমাত্রা কমবে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। আজ ও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
advertisement
3/16
উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। মৌসুমী অক্ষরেখা অবস্থান বদল করছে। আগামী ৪/৫ দিন হিমালয় সংলগ্ন এলাকায় অবস্থান করবে মৌসুমী অক্ষরেখা।
advertisement
4/16
ইতিমধ্যেই অনেকটা উত্তরে সরে ভাগলপুর মালদহর ওপর দিয়ে বাংলাদেশ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে ঢুকছে নতুন করে।
advertisement
5/16
দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ। কোথাও আংশিক মেঘলা আকাশ। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজ ও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি কয়েক জেলায়। সমুদ্র উত্তল থাকার কারণে উত্তর বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে আবহাওয়া  দফতর।
advertisement
6/16
আগামী ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়।
advertisement
7/16
আজ মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা নদীয়া মুর্শিদাবাদ ও বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায়। বুধবারেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
advertisement
8/16
উত্তরবঙ্গের উপরের দিকের জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা মালদা ও দুই দিনাজপুরে।
advertisement
9/16
আজ মঙ্গলবারে অতি ভারী বৃষ্টি হবে পার্বত্য এলাকা দার্জিলিং এবং কালিম্পং জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে।
advertisement
10/16
বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে। শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।
advertisement
11/16
কলকাতায় মূলত মেঘলা আকাশ। কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাপমাত্রা কমবে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। কাল থেকে কমবে বৃষ্টির পরিমাণ।
advertisement
12/16
কলকাতা শহরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার ১ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম।
advertisement
13/16
বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯২ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়েছে ১৫.১ মিলিমিটার।
advertisement
14/16
আগামী ২৪ ঘণ্টায় মেঘালয়, মিজোরাম ও নাগাল্যান্ড-সহ উত্তর-পূর্ব ভারতের বেশ কিছু রাজ্যে ল্যান্ড স্লাইড ও ফ্ল্যাশ ফ্লাডের আশঙ্কা। ল্যান্ড স্লাইড ও ফ্ল্যাশ ফ্লাডের আশঙ্কা রয়েছে হিমালয় সংলগ্ন সিকিম ও উত্তরবঙ্গের কিছু জেলাতে। মধ্য পশ্চিম ও দক্ষিণ ভারতে বৃষ্টির পরিমাণ কমবে আগামী কয়েক দিন।
advertisement
15/16
প্রবল বৃষ্টির সম্ভাবনা আগামী দুদিনে উত্তর প্রদেশ, উত্তরাখন্ড এবং বিহার, সিকিম ও ঝাড়খন্ডে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আগামী চার পাঁচ দিন অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয় মিজোরাম, মনিপুর, এবং ত্রিপুরা রাজ্যে।
advertisement
16/16
বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা মধ্যপ্রদেশ, কঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, রাজস্থান । ভারী বৃষ্টির পূর্বাভাস অন্ধ্রপ্রদেশ ইয়ানাম তেলেঙ্গানাতে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
ফুঁসছে সাগর...! পশ্চিমি ঝঞ্ঝা-ঘূর্ণাবর্ত...! কাঁপিয়ে বৃষ্টি দক্ষিণবঙ্গের ৪ জেলায়! জানুন লেটেস্ট ওয়েদার আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল