Kalbaishakhi Alert| Latest Weather Forecast|| জমাট বেঁধেছে ঘূর্ণাবর্ত! বুধেও কালবৈশাখীর উদ্দাম খেলা, লণ্ডভণ্ড হবে 'এই' জেলাগুলি
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
Kalbaishakhi Alert: আগামিকাল বুধবার বিকেলের দিকে আকাশে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা।
advertisement
1/11

*রাজ্যে ফের খেলা দেখাতে চলেছে আবহাওয়া। হতে চলেছে আবহাওয়ার বিরাট পরিবর্তন। হাওয়া অফিসের পূর্বাভাস, আজ মঙ্গলবারের পাশাপাশি আগামিকাল বুধবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। ফাইল ছবি।
advertisement
2/11
*উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখীর দাপটে বেশ কয়েকটি জেলা লণ্ডভণ্ড হতে পারে। বেশ কয়েকটি জেলায় রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা। যদিও কালবৈশাখীর দাপটে তাপমাত্রা খানিকটা নামবে বলে আশা করা হচ্ছে।
advertisement
3/11
*গত শনিবার থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে রাজ্যে। পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে জেলার মানুষকে ব্যাপক ভাবে নাজেহাল হতে হয়েছে।
advertisement
4/11
*গরমের নাগপাশে রীতিমতো জেরবার জেলার মানুষ। সোমবার পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ায় তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সোমবার পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস, যা রাজ্যের মধ্যে ছিল সর্বোচ্চ।
advertisement
5/11
*পশ্চিম বর্ধমান পানাগড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৩ ডিগ্রি সেলসিয়াস। আসানসোলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.১ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
6/11
*তবে আজ মঙ্গলবার দুপুরের পর থেকে পরিস্থিতির বদল হতে শুরু করেছে। সকাল থেকে গুমোট গরম থাকলেও বেলা বাড়ার পরে আকাশে মেঘের আনাগোনা শুরু হয়। বিকেলের পর আবহাওয়া বদলেছে অনেকটাই।
advertisement
7/11
*আজ বিকেলের দিকে আকাশে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হয়। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ব্যাপক ঝড়বৃষ্টি হয়েছে। একইসঙ্গে রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা।
advertisement
8/11
*পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলাতেও হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টিপাত হয়েছে বিকেলের পরে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।
advertisement
9/11
*নদীয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানে মাঝারি মাপের বৃষ্টি হয়েছে ইতিমধ্যেই। আগামিকাল বুধবার ঝড়বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় কালবৈশাখীর দাপটে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ।
advertisement
10/11
*বৃষ্টির পাশাপাশি ব্যাপক ঝড় হতে পাড়ে। এ দিনও রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা। ঝাড়খণ্ডের উপর একটি সাইক্লোনিক সার্কুলেশন তৈরির আশঙ্কা রয়েছে। যার ফলে বাতাসে এক ধাক্কায় অনেকটা বাড়বে আর্দ্রতার পরিমাণ।
advertisement
11/11
*২৩ মে মঙ্গলবার থেকে ঘূর্ণাবর্ত অক্ষরেখার জন্য আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। এই ঘূর্ণাবর্ত অক্ষরেখার জন্য আগামী ২৭ মে পর্যন্ত পশ্চিমবঙ্গ-সহ বেশ কয়েকটি রাজ্যে বিক্ষিপ্ত থেকে মাঝারি মাপের বৃষ্টিপাতের সম্ভাবনা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Kalbaishakhi Alert| Latest Weather Forecast|| জমাট বেঁধেছে ঘূর্ণাবর্ত! বুধেও কালবৈশাখীর উদ্দাম খেলা, লণ্ডভণ্ড হবে 'এই' জেলাগুলি