Digha: দিঘার এ কী সাংঘাতিক অবস্থা! লং উইকেন্ডে পৌঁছে চমকে গেলেন পর্যটকরা, জানলে আশঙ্কায় সিঁটিয়ে যাবেন আপনিও
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Digha: নিম্নচাপের দোসর নয়া ঘূর্ণাবর্ত। দিঘায় আগাম সতর্ক প্রশাসন। শনি, রবি ও সোম পরপর ছুটি। ফলে একদিকে উইকএন্ড বাড়তি সঙ্গে পাওনা জন্মাষ্টমীর ছুটি। মন বসে না ঘরে! দিঘায় পর্যটকদের ভিড় উপচে পড়ছে শুক্রবার থেকেই।
advertisement
1/8

*অগাস্টের শেষে লম্বা উইকএন্ড, দিঘায় আগাম সতর্ক প্রশাসন। আজ শনি, রবি ও সোম পরপর তিনদিন ছুটি। ফলে বাঙালির মন কী আর ঘরে বসে থাকতে চায়! শুক্রবার বিকেলের পর থেকেই দিঘায় পর্যটকদের ভিড় উপচে পড়া ভিড়। প্রতিবেদনঃ সৈকত শী। ফাইল ছবি।
advertisement
2/8
*মনোরম আবহাওয়া। ঝিরঝির বৃষ্টি চলছে। সঙ্গে বাতাসে উত্তাল সমুদ্র। পর্যটকদের আকর্ষণ চরমে। জোয়ারের সময় পর্যটকদের সমুদ্র স্নানে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। ২৩ অগাস্ট শুক্রবার বিকেলের পর থেকে লম্বা উইকেন্ডের ছুটি মাতোয়ারা ভ্রমণপ্রিয়রা। ফাইল ছবি।
advertisement
3/8
*শীত, গ্রীষ্ম বা বর্ষা, বসন্ত; সব ঋতুতেই দিঘা তার রূপ সৌন্দর্য মেলে ধরে। দিঘার এই রূপ সৌন্দর্যে বারবার আকৃষ্ট হয় পর্যটকেরা। তাই তো সব ঋতুতেই দিঘা পর্যটকদের কাছে সমান মোহময়ী। মোহময়ী দিঘার রূপে আকর্ষিত হয়ে প্রতি ঋতুতেই পর্যটকের ঢল নামে। ফাইল ছবি।
advertisement
4/8
*অগাস্টের প্রায় শেষ লগ্নে লম্বা উইকেন্ড। তাই মন্দারমনি, তাজপুর, শংকরপুর, দিঘায় নেমেছে পর্যটকদের ঢল। হোটেল ব্যবসায়ীরা বেজায় খুশি। তবে এত ভিড়ে সতর্ক প্রশাসন। সৈকত উপকূলে হোটেল প্রায় হাউসফুল। আবার বহু হোটেল রয়েছে তিন দিনের প্যাকেজ। জোয়ারের সময় সমুদ্রস্নানে বাড়তি সর্তকতা অবলম্বন করেছে প্রশাসন। নুলিয়াদের চলছে কড়া নজরদারি। ফাইল ছবি।
advertisement
5/8
*দিন দিন দিঘায় পর্যটক এর উপচে পড়ছে ভিড় প্রতিটি উৎসবে। ভ্রমনপ্রিয় বাঙালির অন্যতম প্রিয় এই পর্যটনকেন্দ্র নানা উন্নয়নমূলক কর্মযজ্ঞের ছোঁয়ায় হয়ে উঠেছে আরও মোহময়ী। মেরিন ড্রাইভ, জগন্নাথ মন্দির, সাজানো-গোছানো পার্ক, সব মিলিয়ে দিঘার ব্র্যান্ড ভ্যালু এখন বিশ্বমানের। ফাইল ছবি।
advertisement
6/8
*শুক্রবার থেকেই ধীরে ধীরে দিঘার পর্যটন কেন্দ্র পর্যটকের ভিড় বাড়ছে। আজ শনি, রবিবার দিঘার বিভিন্ন হোটেল গেস্টহাউস ও রিসর্ট প্রায় হাউসফুল। সোমবার জন্মাষ্টমীর ছুটি উপরি পাওনা। দিঘা আসা পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে বাড়তি সতর্কতা অবলম্বন করেছে প্রশাসন। জোয়ারের সময় স্নানের ঘাট গুলিতে চলছে কড়া নজরদারি। ফাইল ছবি।
advertisement
7/8
*একদিকে নিম্নচাপ, অন্যদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণবাত নতুন করে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা গুলিতে। বৃষ্টি শুরু হয়েছে দিঘায়। সেই সঙ্গে ঝড়ো বাতাসে উত্তাল সমুদ্র। ফাইল ছবি।
advertisement
8/8
*উত্তাল সমুদ্রের এই মায়াবী রূপ পর্যটকদের আরও বেশি করে আকর্ষিত করে। তাই উইকেন্ড সঙ্গে জন্মাষ্টমীর ছুটিতে সময় কাটাতে ইতিমধ্যেই ভাল পরিমান পর্যটক দিঘায় এসেছেন। সমুদ্র উত্তাল থাকায় জোয়ারের সময় পর্যটকদের সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। শনিবার থেকে আরও পর্যটকের ভিড় জমবে বলে মনে করছে প্রশাসন। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha: দিঘার এ কী সাংঘাতিক অবস্থা! লং উইকেন্ডে পৌঁছে চমকে গেলেন পর্যটকরা, জানলে আশঙ্কায় সিঁটিয়ে যাবেন আপনিও