Cyclonic Circulation Alert: একাধিক অ্যাকটিভ ঘূর্ণাবর্ত, ফের একবার বৃষ্টির বাড়ার আতঙ্ক বাংলার জেলায়, জেলায়
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
Cyclonic Circulation Alert: চলতি সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস, একাধিক উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে
advertisement
1/15

আবহাওয়ার লেটেস্ট আপডেটে পশ্চিমবঙ্গের দুই পাশে ফের একবার তৈরি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত৷ একটি বিস্তৃত রয়েছে ঝাড়খণ্ডের উপর দিয়ে অন্যটি বিস্তৃত রয়েছে অসমের উপর দিয়ে৷ এছাড়া ট্রপোস্ফিয়ার স্তরে বিস্তৃত রয়েছে অ্যাকটিভ মনসুন ট্রফ৷
advertisement
2/15
এদিকে এর জেরে উত্তরবঙ্গের একাধিক জেলায় ফের একবার ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে অন্যদিকে দক্ষিণবঙ্গের সব জেলায় জেলায় বিশেষত কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতেও বৃহস্পতিবার থেকে ফের একবার বৃষ্টি বৃদ্ধি পাবে৷
advertisement
3/15
মালদহ: গত সপ্তাহে তেমন বৃষ্টি হয়নি। গৌড়বঙ্গের জেলাগুলিতে গরম বৃদ্ধি পেয়েছে। মাঝেমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। তবে চলতি সপ্তাহের প্রথম থেকেই শুরু বৃষ্টি।
advertisement
4/15
মঙ্গলবার যে কোন মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে। এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
advertisement
5/15
চলতি সপ্তাহ জুড়ে গৌড়বঙ্গের জেলাগুলিতে কখনও মাঝারি আবার কখনও ভারী বৃষ্টিপাত হতে পারে। সোমবার সন্ধ্যা থেকেই নেমে এসেছে বৃষ্টি।
advertisement
6/15
মঙ্গলবার সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে। সোমবার থেকে বৃষ্টির জেরে জেলাগুলির তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা কম হয়েছে। বৃষ্টি হলে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।
advertisement
7/15
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আগামী ২৮ জুলাই পর্যন্ত গৌড়বঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
advertisement
8/15
দীর্ঘ অপেক্ষার পর দক্ষিণের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত বৃষ্টিতে কিছুটা স্বস্তি পেয়েছে দক্ষিণের মানুষ। পুরুলিয়া জেলাতেও ঝড়-বৃষ্টি হচ্ছে। সকাল থেকেই মেঘলা আকাশ দেখা যাচ্ছে গোটা জেলা জুড়ে।
advertisement
9/15
মোটের ওপর আবহাওয়ার অনেকটাই উন্নতি হয়েছে। তাপমাত্রার পারদও বেশ খানিকটা কমেছে। বিগত বেশ কিছু দিনে ঝড়বৃষ্টির দেখা সেভাবে মেলেনি। অনেকটাই অপেক্ষার পর টানা বৃষ্টি হচ্ছে জেলায়।
advertisement
10/15
এই দিন পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।
advertisement
11/15
আবহাওয়া পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার। অনেকটাই স্বস্তিতে জেলার মানুষেরা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস রয়েছে।
advertisement
12/15
আবহাওয়া দফতর সূত্রের খবর, ভারী বৃষ্টি হতে পারে হুগলি, পূর্ব বর্ধমান এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।
advertisement
13/15
হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।
advertisement
14/15
উত্তরের সব জেলাতে এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। এই দুই জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
advertisement
15/15
বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলিতে। টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে দক্ষিণের প্রায় সমস্ত জায়গাতেই। শহর কলকাতা-সহ শহরতলীর আশেপাশের এলাকা গুলিতেও ঝড় বৃষ্টি হচ্ছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Cyclonic Circulation Alert: একাধিক অ্যাকটিভ ঘূর্ণাবর্ত, ফের একবার বৃষ্টির বাড়ার আতঙ্ক বাংলার জেলায়, জেলায়