TRENDING:

Cyclone Yaas: বুধবার আছড়ে পড়বে যশ, উপকূলবর্তী এলাকায় চলছে মাইকিং

Last Updated:
যশ-এর অবস্থান বর্তমানে দিঘা থেকে ৬৩০ কিমি দূরে রয়েছে
advertisement
1/5
Cyclone Yaas: বুধবার আছড়ে পড়বে যশ, উপকূলবর্তী এলাকায় চলছে মাইকিং
আবহাওয়াবিদদের পূর্বাভাস মতো গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘যশ’। হাওয়া অফিসের পূর্বাভাস, এর পর উত্তর ও উত্তর-পশ্চিমে এগোতে থাকবে এই ঘূর্ণিঝড়। আজ, সোমবার রাতের মধ্যেই এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। বুধবার দুপুরে উত্তর বঙ্গোপসাগরে যার গতিবেগ হতে পারে সর্বোচ্চ ১৯০ কিলোমিটার পর্যন্ত। দিঘা থেকে বালাসোরের মাঝে এটি স্থলভাগে প্রবেশ করতে পারে বুধবার দুপুরের পর।
advertisement
2/5
তাই আগে থেকেই চলছে মাইকিং। আগে থেকেই তাইমৎস্যজীবীদের সতর্ক করতে শুরু করল জেলা প্রশাসন। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় মাইকিং শুরু হয়ে গিয়েছে। যাঁরা গভীর সমুদ্রে গিয়েছেন তাঁদের ফিরে আসার বার্তা দেওয়া হয়েছে। মাইকিং চলছে দক্ষিণ ২৪ পরগণা জুড়েও।
advertisement
3/5
বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে NDRF ও SDRF। গ্রামে ঢুকে সচেতন করা হচ্ছে গ্রামবাসীদের। ঘূর্ণিঝড় যশ সম্পর্কে সচেতন করতে উপকূলীয় এলাকায় মাইকিং করা হচ্ছে। সমুদ্র এলাকা থেকে নিরাপদ দূরে সরে যাওয়ার পাশাপাশি প্রয়োজনীয় জিনিষপত্র সঙ্গে রাখারও বার্তা দেওয়া হচ্ছে।
advertisement
4/5
বাংলা-ওড়িশা উপকূলেই অভিমুখ ঘূর্ণিঝড় ‘যশ’-এর। বুধবার এটি আছড়ে পড়তে পারে সাগর থেকে পারাদ্বীপের মাঝে স্থলভাগে। উত্তর বঙ্গোপসাগরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে ১৬০ থেকে ১৯০ কিলোমিটার পর্যন্ত। এই ঘূর্ণিঝড়ের বিস্তৃতি অনেকটা বেশি বলেই ক্ষতির আশঙ্কা বেশি এলাকায় হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
advertisement
5/5
যশ-এর অবস্থান বর্তমানে দিঘা থেকে ৬৩০ কিমি দূরে রয়েছে। ইতিমধ্যেই ‘‌যশ’‌ মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার। খোলা হয়েছে একাধিক কন্ট্রোল রুম। উপকূলবর্তী জেলাগুলিতে সমুদ্রের কাছাকাছি থাকা বাড়িগুলি থেকে মানুষদের সরিয়ে নিরাপদে আনা হয়েছে। ত্রাণ শিবির খোলা হয়েছে। কেউ যাতে সুমদ্রের দিকে না যায় সে বিষয়েও কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Cyclone Yaas: বুধবার আছড়ে পড়বে যশ, উপকূলবর্তী এলাকায় চলছে মাইকিং
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল