Cyclone Remal Updates: ইয়াস-এর তিন বছর পর একই দিনে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রিমল! আতঙ্ক সুন্দরবনে!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Cyclone Remal Updates: ইয়াসের ক্ষত এখনও দগদগে! তার মধ্যেই ঠিক তিন বছর পর একই দিনে আসছে রিমল! কী হতে চলেছে? আতঙ্কে শিউরে উঠছেন মানুষ!
advertisement
1/7

দক্ষিণ ২৪ পরগনা সুন্দরবন উপকূল তীরবর্তী এলাকায় এখনওদগ্ধ ঘূর্ণিঝড় ইয়াসের স্মৃতি। আবারও ঘূর্ণিঝড়ের সম্মুখীন সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকার মানুষজনেরা। photo source collected
advertisement
2/7
২৬ শে মে ২০২১ এ বিধ্বংসী ঘূর্ণিঝড় ইয়াসের জেরে তছনছ হয়ে গিয়েছিল সুন্দরবনের একাধিক উপকূল এলাকা। ঠিক তিন বছর পর একই দিনে সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকায় আছড়ে পড়বে রিমল।photo source collected
advertisement
3/7
ঘূর্ণিঝড়ের শঙ্কার মাঝেই সম্ভব্য দুর্যোগের কথা মাথায় রেখে একাধিক জেলায় জারি করা হয়েছে ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা।photo source collected
advertisement
4/7
উপকূলবর্তী অঞ্চলগুলিতে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। কলকাতা ও সংলগ্ন অঞ্চলেও ঝড়ের তাণ্ডব দেখা যেতে পারে। ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে কলকাতা শহরে।photo source collected
advertisement
5/7
ঝড়-বৃষ্টির আশঙ্কায় একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই সাগরে ঘনীভূত হয়েছে গভীর নিম্নচাপ। আগামিকালই এই গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে।photo source collected
advertisement
6/7
এরপর উত্তর দিকে বাংলা ও বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসবে। পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যবর্তী কোনও অঞ্চলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রিমল।photo source collected
advertisement
7/7
রবিবার সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় । ঘূর্ণিঝড় আসার আগে ইতিমধ্যেই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে সুন্দরবন উপকূল তীরবর্তী এলাকায় গুলিতে। আর এই ধরনের ঝড়কে মোকাবিলা করতে তৎপর রাজ্য ও জেলা প্রশাসন। ( তথ্য: সুমন সাহা)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Cyclone Remal Updates: ইয়াস-এর তিন বছর পর একই দিনে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রিমল! আতঙ্ক সুন্দরবনে!