Cyclone Remal Update: কয়েকঘণ্টার অপেক্ষা, ধেয়ে আসছে ‘রিমল’ পূর্ববর্তী বৃষ্টি! দুর্যোগের আগে থেকে সাবধান হন
- Published by:Uddalak B
- news18 bangla
- Reported by:Saikat Shee
Last Updated:
Cyclone Remal Update:দিঘা সমুদ্র সৈকতে রিমলের প্রভাবে শুরু হয়েছে জলোচ্ছ্বাস। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে দিঘায় উপকূলে। গার্ড ওয়াল টপকে রীতিমতো ঢেউ উঠছে।
advertisement
1/7

বঙ্গোপসাগরে ঘূর্ণবাত শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশ থেকে ভারতের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের কারণেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের দুর্যোগের আশঙ্কা প্রকাশ করেছে হাওয়া অফিস। (সৈকত শী)
advertisement
2/7
ইতিমধ্যেই শনি রবি ও সোমবার উপকূলবর্তী জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা লাল সতর্কতা জারি হয়েছে। অন্য দিকে এই ঘূর্ণিঝড়ের কারণে পূর্ব মেদিনীপুর জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে। ঘূর্ণিঝড়টি শনিবার মধ্যরাতের পর আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের কারণেই উত্তাল হয়ে উঠেছে দিঘা সমুদ্র।
advertisement
3/7
দিঘা সমুদ্র সৈকতে রিমলের প্রভাবে শুরু হয়েছে জলোচ্ছ্বাস। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে দিঘায় উপকূলে। গার্ড ওয়াল টপকে রীতিমতো ঢেউ উঠছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় রিমল প্রভাব ফেলবে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়।
advertisement
4/7
নির্বাচনের কারণে একদিকে দিঘা প্রায় পর্যটক শূন্য থাকলেও কিছু পর্যটক ভিড় জমিয়েছেন দিঘা সমুদ্র সৈকতে এই জলোচ্ছ্বাস্ দেখার জন্য। বেলা বাড়ার সঙ্গেসঙ্গেই আবহাওয়ার ভোল বদল। শনিবার এ দিন থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর জেলায়। সন্ধ্যের পর থেকেই বাড়তে পারে ঝড় বৃষ্টির পরিমাণ।
advertisement
5/7
ঘূর্ণিঝড় রিমলের প্রভাবে দিঘায় জলোচ্ছ্বাস শুরু হয়েছ। নির্বাচনের কারণেই দিঘা প্রায় পর্যটক শূন্য। তবে স্থানীয় বেশ কিছু মানুষ ও গুটিকয়েক পর্যটক জলোচ্ছ্বাস দেখার জন্য দেখার জন্য ভিড় জমিয়েছে। নির্বাচনী বিধিনিষেধের জন্য পর্যটকের সংখ্যা নেহাত কম।
advertisement
6/7
.পর্যটকদের স্নানের ক্ষেত্রে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে ইতিমধ্যেই। প্রশাসন সূত্রে জানা যায় দিঘায় এখনো ঘূর্ণিঝড় নিয়ে মাইকিং করার নির্দেশ আসেনি। তবে প্রশাসন এই ঘূর্ণিঝড় মোকাবেলায় সব রকম ভাবে প্রস্তুত হয়েছে। অন্যদিকে বিভিন্ন মৎস্য খুঁটি গুলিকে সতর্ক করা হয়েছে।
advertisement
7/7
কিছু পর্যটক উত্তাল সমুদ্রে স্নান করতে বাধা পেয়ে সৈকত সরণিতে দাঁড়িয়েই উপভোগ করছে সমুদ্রের এই সর্বগ্রাসী সৌন্দর্য। কিন্তু প্রশাসনের সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলায় একদিকে নির্বাচন অন্যদিকে ঘূর্ণিঝড় এই দুই-এর প্রভাবে কোনঠাসা রয়েছে প্রশাসন। তবে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত বলে জানা যায় প্রশাসন সূত্রে। তবে নির্বাচন থাকার কারণে প্রশাসনের প্রস্তুতি কিছুটা থমকে আছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Cyclone Remal Update: কয়েকঘণ্টার অপেক্ষা, ধেয়ে আসছে ‘রিমল’ পূর্ববর্তী বৃষ্টি! দুর্যোগের আগে থেকে সাবধান হন