Cyclone Montha Update: ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে দিঘার আবহাওয়া! ঘূর্ণিঝড় 'মন্থা'র খেলা শুরু! উত্তাল সমুদ্র, প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Madan Maity
Last Updated:
Cyclone Montha Update: তীব্র ঘূর্ণিঝড় মন্থা আজ রাতেই স্থলভাগে ঢুকবে। দিঘায় শুরু হয়েছে ঝড়ো হাওয়া ও বৃষ্টি, পর্যটকদের সতর্ক করছে প্রশাসন।
advertisement
1/7

শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে এটি তীব্র ঘূর্ণিঝড় হিসেবেই আছড়ে পড়বে স্থলভাগে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে সৈকত নগরী দিঘায়। বৃষ্টির সঙ্গে সঙ্গে বইছে ঝড়ো হাওয়া। উত্তাল দিঘার সমুদ্র। পর্যটকদের সতর্ক করতে বারবার মাইকিং করছে প্রশাসন। (তথ্য-মদন মাইতি)
advertisement
2/7
আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় মন্থা তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্ট্রমে পরিণত হয়েছে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান। অভিমুখ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে।
advertisement
3/7
এটি কাকিনাড়া থেকে ২৭০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান। বিশাখাপত্তনম থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান। আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে এটি তীব্র ঘূর্ণিঝড় হিসেবেই আছড়ে পড়বে কলিঙ্গপত্তনম থেকে মছলিপত্তনমের মাঝে কাকিনাড়া বন্দরের কাছে। ল্যান্ডফলের সময় গতিবেগ থাকবে সর্বোচ্চ ১১০ কিলোমিটার।
advertisement
4/7
মঙ্গলবার সকাল থেকে ঘন কালো মেঘে ঢেকে ছিল সৈকতনগর দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার এগরা কাঁথি পটাশপুর সহ বিভিন্ন এলাকা। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে মঙ্গলবার দুপুর থেকে শুরু হল বৃষ্টিপাত। সৈকত নগরী দিঘায় বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে বইছে ঝড়ো হাওয়া।
advertisement
5/7
দিঘা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। সতর্ক করা হচ্ছে পর্যটকদের। কোনও পর্যটক যাতে উত্তাল অবস্থায় সমুদ্রে পা ভেজাতে না নামেন তার জন্য প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করা হচ্ছে। প্রতি ঘাটে ঘাটে নুলিয়ারা সতর্ক করছে পর্যটকদের। ঝোড়ো হাওয়া আর বৃষ্টির মধ্যেই সমুদ্রকে উপভোগ করছেন পর্যটকরা তবে সতর্ক রয়েছে প্রশাসন।
advertisement
6/7
এক পর্যটক সুমনা বিশ্বাস বলেন, “আমরা ছুটিতে দিঘায় ঘুরতে এসেছিলাম। কিন্তু ঝোড়ো হাওয়া আর উত্তাল সমুদ্রের কারণে স্নান করতে দিচ্ছে না। ঘূর্ণিঝড় আসছে, তাই একটু ভয়ও লাগছে। মনের মধ্যে অনেকটা আক্ষেপও কাজ করছে।”
advertisement
7/7
অকালে এই বৃষ্টিতে চিন্তায় পড়েছেন কৃষকরা। শীতের সবজি ও ধান চাষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। অনেক কৃষক ইতিমধ্যেই জানিয়েছেন, মাঠে থাকা ধান ও শাকসবজির ফসল বৃষ্টিতে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। (তথ্য-মদন মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Cyclone Montha Update: ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে দিঘার আবহাওয়া! ঘূর্ণিঝড় 'মন্থা'র খেলা শুরু! উত্তাল সমুদ্র, প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং