TRENDING:

Cyclone Montha Update: ঘূর্ণিঝড় মন্থা গভীর নিম্নচাপের রূপ নিতেই খেলা শুরু বাংলায়! তুমুল বৃষ্টি 'এই' জেলায়, ছবিতে দেখুন ভয়ঙ্কর পরিস্থিতি

Last Updated:
Cyclone Montha Update: অতি শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা মঙ্গলবার মধ্যরাতে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার পর বুধবার ভোর থেকে শক্তি হারিয়েছে। শক্তি হারিয়ে এখন ঘূর্ণিঝড় পরিণত হয়েছে গভীর নিম্নচাপে।
advertisement
1/5
ঘূর্ণিঝড় মন্থা গভীর নিম্নচাপের রূপ নিতেই খেলা শুরু বাংলায়! তুমুল বৃষ্টি 'এই' জেলায়
অতি শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা মঙ্গলবার মধ্যরাতে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার পর বুধবার ভোর থেকে শক্তি হারিয়েছে। শক্তি হারিয়ে এখন ঘূর্ণিঝড় পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। গভীর এই নিম্নচাপের প্রভাবে অন্ধ্র ও ওড়িশার বিভিন্ন জেলায় তুমুল বৃষ্টির পাশাপাশি তুমুল বৃষ্টিতে ভিজছে বাংলার একটি জেলাও। আর এই বৃষ্টির ফলে তৈরি হয়েছে ভয়ঙ্কর পরিস্থিতি। (তথ্য: সুকান্ত চক্রবর্তী, ছবি প্রতিনিধিত্বমূলক)
advertisement
2/5
ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পাশাপাশি তুমুল বৃষ্টির দেখা মিলেছে পশ্চিম মেদিনীপুরে। ওড়িশা ঘেঁষা পশ্চিম মেদিনীপুরের অধিকাংশ জায়গা এখন তুমুল বৃষ্টির মুখোমুখি।
advertisement
3/5
ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে জেলা জুড়ে অসময়ের বৃষ্টির ফলে নানা সমস্যা দেখা দিয়েছে। সমস্যায় পড়েছেন ধান চাষিরা। দিন কয়েকের মধ্যেই চাষিরা তাদের ফসল বাড়িতে তুলতেন। কিন্তু অসময়ের বৃষ্টি তাদের পাকা ধানে মই দিল তা নিয়ে কোনও সন্দেহ নেই।
advertisement
4/5
অন্যদিকে তুমুল বৃষ্টির মধ্যেই মেদিনীপুরের বিভিন্ন জায়গায় চলছে জগদ্ধাত্রী পুজো। বৃষ্টির মধ্যেই মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে জগদ্ধাত্রী প্রতিমা। অসময়ে এই বৃষ্টির ফলে সমস্যায় জেলার বাসিন্দারা।
advertisement
5/5
চাষিদের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে অসময়ে বৃষ্টির ফলে একদিকে যেমন তাদের কাঁচা পাকা ধান নুইয়ে পড়েছে, ঠিক সেই রকমই এর প্রভাব আলু চাষের ক্ষেত্রেও দেখা যাবে। আলু চাষ এবার পিছিয়ে যাবে বলেই তাদের দাবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Cyclone Montha Update: ঘূর্ণিঝড় মন্থা গভীর নিম্নচাপের রূপ নিতেই খেলা শুরু বাংলায়! তুমুল বৃষ্টি 'এই' জেলায়, ছবিতে দেখুন ভয়ঙ্কর পরিস্থিতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল