TRENDING:

Cyclone Montha Rain Alert: শক্তি বাড়িয়ে আরও মারাত্মক আকার নিচ্ছে সাইক্লোন, ছটের মধ্যেই ল্যান্ডফল, বাংলায় শুধুই বৃষ্টির তাণ্ডব, রইল ওয়েদার আপডেট

Last Updated:
Cyclone Montha Rain Alert: নতুন করে আবারও বৃষ্টির সম্ভাবনা, ভিজতে চলেছে কোন কোন জেলা!
advertisement
1/6
শক্তি বাড়িয়ে আরও মারাত্মক আকার নিচ্ছে সাইক্লোন, ছটেই ল্যান্ডফল, বাংলায় শুধুই বৃষ্টি
ছট পুজো প্রাক্কালে চোখ রাঙাচ্ছে দুর্যোগ। দক্ষিণে আপাতত নেই শীতের দেখা। দিনের বেলায় গরম থাকলেও ভোর এবং রাতের দিকে হালকা শীতের আমেজ পাচ্ছে বঙ্গ। তবে ভারী শীতের দেখা কবে মিলবে তা বলা যাচ্ছে না। Photo- Collected
advertisement
2/6
দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা এড়ানো যাচ্ছে না। বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কিছু জেলায়। উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তেও চলবে বৃষ্টির দাপট। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। বাকি জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
advertisement
3/6
জেলা পুরুলিয়াতেও এক মনোরম আবহাওয়া বিরাজ করছে। এইদিন জেলা পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াস, বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে। তবে তাপমাত্রা বাড়া ও কমার উপর নির্ভর করছে আবহাওয়ার বদল।
advertisement
4/6
পাশাপাশি উত্তরবঙ্গে জারি হয়েছে বৃষ্টি। উত্তরের পার্বত্য অঞ্চল দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বজ্র-বিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত পরিমাণে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে।
advertisement
5/6
বলাই বাহুল্য, রোদের দেখা নেই। মাঝেমধ্যেই কুয়াশায় ঢাকছে উত্তরের জেলাগুলি। একটানা চলবে বৃষ্টি, এমনটাই খবর আবহাওয়া দফতর সূত্রে।
advertisement
6/6
মূলত নিম্নচাপের জেরে বৃষ্টি হচ্ছে দুই বঙ্গে। শুধু উত্তরেই নয়, আগামী সপ্তাহে দক্ষিণে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। কলকাতা-সহ সব জেলাতেই বজ্র-বিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির আগাম সতর্কবার্তা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আপাতত আবহাওয়ার কোনও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। Input- Sharmistha Banerjee
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Cyclone Montha Rain Alert: শক্তি বাড়িয়ে আরও মারাত্মক আকার নিচ্ছে সাইক্লোন, ছটের মধ্যেই ল্যান্ডফল, বাংলায় শুধুই বৃষ্টির তাণ্ডব, রইল ওয়েদার আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল