TRENDING:

Cyclone Montha Bengal Effect: ঘূর্ণিঝড় মন্থার ঝাপটা এবার বাংলায়! দমকা হাওয়া, বেলা গড়াতেই বৃষ্টিতে তোলপাড় হতে পারে এইসব জেলা

Last Updated:
Cyclone Montha Bengal Effect: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার রাত আড়াইটা নাগাদ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় মন্থা। ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার পর ধীরে ধীরে তা শক্তি হারাচ্ছে। বুধবার ভোরে শক্তি হারিয়ে তা এখন উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে।
advertisement
1/7
ঘূর্ণিঝড় মন্থার ঝাপটা এবার বাংলায়! দমকা হাওয়া, বেলা গড়াতেই বৃষ্টিতে তোলপাড় হতে পারে
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার রাত আড়াইটা নাগাদ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় মন্থা। ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার পর ধীরে ধীরে তা শক্তি হারাচ্ছে। বুধবার ভোরে শক্তি হারিয়ে তা এখন উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে।
advertisement
2/7
ঘূর্ণিঝড় মন্থা যতটা গতিবেগে আছড়ে পড়বে বলে মনে করা হয়েছিল ততটা শক্তি অবশ্য দেখাতে পারেনি। যদিও এর প্রভাবে অন্ধ্র ও ওড়িশা রাজ্যে জেলায় জেলায় প্রবল বৃষ্টির দেখা মিলেছে। আর এর ঝাপটার প্রভাব এখন পড়তে শুরু করেছে বাংলায়।
advertisement
3/7
ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে দক্ষিণ ২৪ পরগনা জুড়ে শুরু হয়েছে বৃষ্টি, দমকা হাওয়া। মঙ্গলবার রাত বাড়ার সঙ্গে সঙ্গে সুন্দরবন এলাকায় বেড়েছে বৃষ্টির পরিমাণ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বুধবার দিনভর চলবে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া।
advertisement
4/7
ঘূর্ণিঝড় মন্থার প্রভাবের কথা মাথায় রেখে মৎস্যজীবীদের মঙ্গলবার থেকেই সমুদ্রের যেতে নিষেধ করা হয়েছে। উপকূলবর্তী থানাগুলির পক্ষ থেকে মাইকিং ও সর্তকতা প্রচার করা হয়েছে।
advertisement
5/7
দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে ৭-১১ সেমি বৃষ্টি হতে পারে। বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দেখা মিলতে পারে।
advertisement
6/7
এসবের প্রভাব ইতিমধ্যেই শুরু হয়েছে অনেক জেলায়। পুরুলিয়ায় সকাল থেকেই মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টির দেখা মিলেছে। অসময়ে বৃষ্টির ফলে ব্যাহত জনজীবন। পাশাপাশি পাকা ধান বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় ভুগছেন চাষিরা।
advertisement
7/7
পূর্ব বর্ধমান জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি দেখা মিলেছে এবং চাষিরা অসময়ের বৃষ্টি থেকে নিজেদের ফসল রক্ষা করতে ত্রিপল দিয়ে জমি ঢাকার কাজ শুরু করেছেন।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Cyclone Montha Bengal Effect: ঘূর্ণিঝড় মন্থার ঝাপটা এবার বাংলায়! দমকা হাওয়া, বেলা গড়াতেই বৃষ্টিতে তোলপাড় হতে পারে এইসব জেলা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল