Cyclone Mocha Landfall|| অবশেষে আছড়ে পড়ল অতি তীব্র ঘূর্ণিঝড় মোকা, কী পরিস্থিতি বকখালির? কী পরিস্থিতি সাধারণ মানুষের?
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Cyclone Mocha Landfall: স্থানীয় সময় দুপুর ১২টার আগেই ২০০ কিমি বেগে বাংলাদেশের কক্সবাজার এবং সিতওয়ে বন্দর সংলগ্ন উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মোকা।
advertisement
1/10

*পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মোকা- ইতিমধ্যেই সুপার সাইক্লোনে পরিণত হয়েছে। মৌসম ভবনের শেষ পূর্বাভাস, আজ দুপুরে উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগিয়ে মায়ানমার ও বাংলাদেশ সংলগ্ন উপকূলে দানবের মতো আছড়ে পড়বে। ল্যান্ডফলের সময় মোকার গতিবেগ সর্বোচ্চ ২১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। বাংলাদেশের মায়ানমার সংলগ্ন টেকনাফ ও মহেশখালীর মধ্যে এটি স্থলভাগে প্রবেশ করতে পারে। ফাইল ছবি।
advertisement
2/10
*ঝড় এলে উপকূলবাসীর অবস্থা হয় ভয়ানক। আমফান, ফনি, হুদহুদ, আয়লা-সহ প্রায় প্রতিটি ঝড়েই বহু ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বকখালি। আর এ বারে ঝড়ের গতি আরও বেশি। তাই ভয়ে, আতঙ্কে, আশঙ্কায় কাঁটা বকখালির বাসিন্দারা। তবে সতর্ক প্রশাসন। ফাইল ছবি।
advertisement
3/10
*মোকায় যাতে ক্ষতির পরিমাণ কমে, তাই এলাকা ফাঁকা করার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বকখালি প্রশাসন। উপকূলে মাইকিং করে মানুষকে সতর্ক করা হচ্ছে। প্রস্তুত রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। তাঁরা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সতর্ক করছে। সমুদ্রে যাওয়া বা বিচে বসার ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফাইল ছবি।
advertisement
4/10
*সিভিল ডিফেন্সের আধিকারিক আনমোল দাস জানিয়েছেন, "পরিস্থিতি ভাল নয়। পর্যটক এবং সাধারণ মানুষকে বারে বারে সতর্ক করা হচ্ছে বিচে বা সমুদ্রের ধারে কাছে একেবারেই না যাওয়ার জন্য। ফাইল ছবি।
advertisement
5/10
*উল্লেখ্য, ইতিমিধ্যে মোকার তাণ্ডব মোকাবিলার জন্য দিঘায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৮টি দলের ২০০ কর্মীকে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আরও ১০০জন প্রস্তুত রয়েছেন, যাঁদের প্রয়োজনে নামানো হবে। ফাইল ছবি।
advertisement
6/10
*এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের যা গতিমুখ, তাতে বাংলাদেশের মহেশখালী ও টেকনাফের মধ্যে এটি স্থলভাগে প্রবেশ করবে। ফলে দক্ষিণ পূর্ব বাংলাদেশের কুলিয়াপালং, রত্নপালং, সোনারপাড়া, জালিয়াপালং, জাহাজপুড়া, মাদারবুনিয়া, বাহারছড়া, সেন্ট মার্টিনস দ্বীপ, টেকনাফ ও মহেশখালী এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। ফাইল ছবি।
advertisement
7/10
*মধ্য বঙ্গোপসাগরে চরম শক্তিশালী ঘূর্ণিঝড় সুপার সাইক্লোনে পরিণত হয়েছে। এই মুহূর্তে মধ্য বঙ্গোপসাগর ও কিছুটা উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান। মোকা যত বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে আসছে, ততই আবহাওয়ার পরিবর্তন হচ্ছে পশ্চিমবঙ্গের উপকূলে। উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে মেঘলা আকাশ। উপকূলে হু হু করে হাওয়া বইছে। ফাইল ছবি।
advertisement
8/10
*ঘূর্ণিঝড় মোকার সতর্কতায় রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নির্দেশ করা হয়েছে। মোকার প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকার কারণেই এই নিষেধাজ্ঞা। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায় এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ১৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় মোকার গতিবেগ হতে পারে রবিবারের মধ্যে। ফাইল ছবি।
advertisement
9/10
*আজ রবিবার ভোররাতে এটি সুপার সাইক্লোনে পরিণত হয়েছে। সেই সময় এর সর্বোচ্চ গতিবেগ ছিল ২৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। সকাল সাড়ে পাঁচটায় ঘূর্ণিঝড় মোকার শক্তি কিছুটা কমে সর্বোচ্চ ২৩০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। এরপর ঘূর্ণিঝড় মোকা চরম শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। বেলা ১১:৩০টাতেও মোকা চরম শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবেই থাকবে ২১০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে। ফাইল ছবি।
advertisement
10/10
*আজ দুপুরে ল্যান্ডফলের পর ঝড়ের গতিবেগ ক্রমশ কমবে। রবিবার বেলা সাড়ে পাঁচটা নাগাদ সর্বোচ্চ গতিবেগ কমে হতে পারে ১৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়, যা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। রাতের মধ্যে শক্তি হারিয়ে মোকা গভীর নিম্নচাপে পরিণত হবে। রবিবার রাত সাড়ে এগারোটায় গভীর নিম্নচাপ হয়ে গতিবেগ থাকবে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Cyclone Mocha Landfall|| অবশেষে আছড়ে পড়ল অতি তীব্র ঘূর্ণিঝড় মোকা, কী পরিস্থিতি বকখালির? কী পরিস্থিতি সাধারণ মানুষের?