Cyclone Mocha| Latest Weather Forecast|| দৈত্যের মতো ধেয়ে আসছে মোকা, বাংলায় কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? রইল সর্বশেষ পূর্বাভাস
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
Cyclone Mocha latest Forecast: ভয়ঙ্কর তাপপ্রবাহের সাক্ষী থেকেছে বাঁকুড়া জেলা। বেলা বাড়লেই গৃহবন্দী হয়েছিল সাধারণ মানুষ। ঠিক যেন সেই পরিস্থিতির পুনরাবৃত্তি হচ্ছে ফের।
advertisement
1/7

*দুঃস্বপ্নময় দুই সপ্তাহ মনে পরে গেল বাঁকুড়া জেলাবাসীর। পূর্বাভাস ছিল মোকার প্রভাব না পড়লে বাড়বে তাপমাত্রা এবং ঘটেছেও তাই। রবিবারের মতো আজও বেলা বাড়তে না বাড়তেই অনুভূত হচ্ছে গরম। ফাইল ছবি।
advertisement
2/7
*আজ সোমবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪০ ডিগ্রি থেকে ৪১ ডিগ্রির মধ্যে। একটু বেলা বাড়লেই চোখে মুখে অনুভূত হচ্ছে গরম হাওয়া। পরিস্থিতির আরও অবনতি হবে বলেই জানা যাচ্ছে। ফাইল ছবি।
advertisement
3/7
*আগামী কয়েক দিন বাড়বে তাপমাত্রা। তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৪৪ ডিগ্রির কাছাকাছি। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। রাতের দিকে তাপমাত্রা কমে গেলেও সকালবেলা থেকেই উজ্জ্বল থাকছে আকাশ এবং ঘড়ির কাঁটা এগোতেই উজ্জ্বলতা পরিণত হচ্ছে দাবদাহে। ফাইল ছবি।
advertisement
4/7
*প্রায় একমাস আগে ভয়ংকর তাপপ্রবাহের সাক্ষী থাকে বাঁকুড়া জেলা। বেলা বাড়লেই গৃহবন্দী হয়েছিল সাধারণ মানুষ। ঠিক যেন সেই পরিস্থিতির পুনরাবৃত্তি হচ্ছে আবার। বেলা বাড়লে ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট। ফাইল ছবি।
advertisement
5/7
*আজ সূর্যোদয় হয় ভোর ৫ঃ০৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ৬ঃ১২ মিনিটে। সারাদিন উত্তর থেকে দক্ষিনে ৬ কিলোমিটার বেগে প্রতি ঘণ্টায় গরম বাতাস বইবে। সূর্যের অতিবেগুনি রশ্মির পরিমাণ আজ মাঝারি থেকে অতিরিক্তর মধ্যে থাকবে। গতকালের তুলনায় বায়ুতে কমেছে আর্দ্রতার পরিমাণ, যার সূচক ৫০ শতাংশ। ফাইল ছবি।
advertisement
6/7
*সাম্প্রতিক উষ্ণতম শহরগুলির মধ্যে রেকর্ড করেছে বাঁকুড়া জেলা। এ বছর গ্রীষ্ম আসতে না আসতেই গরমে কোমর ভেঙে গিয়েছিল বাঁকুড়া জেলার মানুষের। তারপর বৃষ্টিপাতে মেলে রেহাই। ফাইল ছবি।
advertisement
7/7
*কিন্তু গতকাল থেকে আবারও বেড়েছে তাপমাত্রা, পূর্বাভাস আগামী কয়েক দিন আরও বাড়বে তাপমাত্রা। তবে আগের মতো দাবদাহ এবং তাপপ্রবাহ থাকবে কিনা তার উত্তর একমাত্র সময় দিতে পারে। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Cyclone Mocha| Latest Weather Forecast|| দৈত্যের মতো ধেয়ে আসছে মোকা, বাংলায় কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? রইল সর্বশেষ পূর্বাভাস