Cyclone Michaung Update: উইকএন্ডে দিঘা ট্যুর, সাইক্লোন ঘনাচ্ছে সাগরে, আবহাওয়া জাস্ট ওলটপালট
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
Cyclone Michaung Update: ডিসেম্বর মাসের শুরুতে শীত প্রবেশে বাধা সৃষ্টি করেছে নিম্নচাপ
advertisement
1/8

: খাতা-কলমে ডিসেম্বর মাস, কিন্তু শীতের দেখা নেই। শীত প্রবেশের পথে বাধা বঙ্গোপসাগরে নিম্নচাপ।আন্দামান সাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত। রবিবার নিম্নচাপ অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আর এই নিম্নচাপের কারণে শীত মরশুম শুরুতেই স্বাভাবিক শীতের ব্যাঘাত সৃষ্টি করেছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি Cyclone Michaung বা মিগজাউম হয়ে ওঠার সম্ভাবনা প্রবল৷
advertisement
2/8
ফলে উপকূলবর্তী জেলায় শীতের আমেজ উধাও। আগামী সপ্তাহ একই রকম থাকবে আবহাওয়া। ডিসেম্বরে শীতের ইনিংস শুরু হবে কিছুটা দেরিতে। দিনভর মেঘলা আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী। প্রায় ২০ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি। শীত উধাও দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায়। নিম্নচাপের এমনকি আবহাওয়া প্রায় একই রকম থাকবে আগামী কয়েক দিন। ডিসেম্বরের স্বাভাবিক আবহাওয়া মার খাচ্ছে নিম্নচাপের কারণে।
advertisement
3/8
ডিসেম্বরের শুরুর দিন শুক্রবার জেলা তথা রাজ্যের জনপ্রিয় পর্যটন নগরী দিঘায় ইতিমধ্যে শীতের আমেজ উধাও হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
4/8
১ ডিসেম্বর শুক্রবার দিঘার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। দিঘা সংলগ্ন এলাকায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮২ শতাংশ। আগামী কয়েকদিন আবহাওয়ার বড়সড় পরিবর্তনের ইঙ্গিত নেই।
advertisement
5/8
পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকে বাড়ছে তাপমাত্রা। এদিন তাপমাত্রা সর্বোচ্চ থাকবে ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২১.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় দু ডিগ্রি বেশি। তমলুক সংলগ্ন এলাকায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮০ শতাংশ।
advertisement
6/8
হলদিয়া শহরের এদিনের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৩.৫ ডিগ্রি সেলসিয়া এবং সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে প্রায় তিন ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৩ শতাংশ। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী আগামী কয়েকদিন আরও উর্ধ্বমুখী হবে তাপমাত্রা
advertisement
7/8
কাঁথি শহরের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৫ শতাংশ। এগরা শহর সংলগ্ন এলাকায় তাপমাত্রার পারদ ঊর্ধ্ব মুখী। এগরা শহরের এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২১.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮২ শতাংশ। আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী আগামী কয়েকদিন দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলার তাপমাত্রা আরও ঊর্ধ্বমুখী হবে নিম্নচাপের প্রভাবে।
advertisement
8/8
চলতি সপ্তাহের উইকেন্ডেও আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা নেই। বরং আরও বাড়বে তাপমাত্রা। আগামী এক সপ্তাহ শীতের দেখা মিলবে না হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী। বঙ্গোপসাগরে নিম্নচাপ কাটলে তবেই আবার শীতের দেখা মিলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। Input- Saikat Shee
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Cyclone Michaung Update: উইকএন্ডে দিঘা ট্যুর, সাইক্লোন ঘনাচ্ছে সাগরে, আবহাওয়া জাস্ট ওলটপালট