TRENDING:

Cyclone Montha Aftermath: শক্তি হারিয়েও দিঘায় তাণ্ডব ঘূর্ণিঝড় 'মন্থা'র! প্রবল বৃষ্টি-ঝড়ো হাওয়ায় উত্তাল সমুদ্র, বিপাকে পর্যটকরা

Last Updated:
Cyclone Montha Aftermath: ল্যান্ডফলের পর শক্তি হারালেও ঘূর্ণিঝড় 'মন্থা'র প্রভাবে দিঘায় চলছে প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়া। উত্তাল সমুদ্রের দাপটে বিপাকে পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীরা। প্রশাসনের সতর্কতা সত্ত্বেও অনেকেই সমুদ্রের ধারে ছবি তুলতে ভিড় করছেন।
advertisement
1/6
শক্তি হারিয়েও দিঘায় তাণ্ডব ঘূর্ণিঝড়  'মন্থা'র! প্রবল বৃষ্টি-ঝড়ো হাওয়ায় উত্তাল সমুদ্র
শক্তি হারিয়েও তাণ্ডব চালিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘মন্থা’। মঙ্গলবার গভীর রাতে অন্ধ্রপ্রদেশের উপকূলে ল্যান্ডফল করার পর বুধবার সকাল থেকেই তার প্রভাব পড়েছে দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলার উপকূলীয় এলাকায়। যদিও ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে, তবুও তার পরোক্ষ প্রভাবে দিঘা জুড়ে চলছে প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়া। ফলে বুধবার রাতে দিঘার সমুদ্র আরও উত্তাল হয়ে উঠেছে, ফুঁসে উঠেছে ঢেউ। (তথ্য ও ছবি : মদন মাইতি)
advertisement
2/6
বুধবার দুপুর পর্যন্ত টানা বৃষ্টির কারণে দিঘার সৈকত প্রায় ফাঁকা ছিল। পর্যটকরা হোটেলেই বন্দী ছিলেন। বিকেলে বৃষ্টি কিছুটা কমলে, সৈকতে ভিড় জমান পর্যটকরা। বিকালে কিছুটা শান্ত থাকলেও রাতে ফের উত্তাল হয়ে উঠেছে দিঘা। উত্তাল ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। প্রশাসন বারবার মাইকিং করে সতর্ক করছে, যেন কেউ সমুদ্রের খুব কাছে না যান। তবুও অনেক পর্যটককে দেখা যায় মোবাইলে ভিডিও করতে, উত্তাল সমুদ্রের ছবি তুলতে।
advertisement
3/6
আবহাওয়া দফতর আগেই সতর্ক করেছিল যে ‘মন্থা’ অন্ধ্রপ্রদেশ উপকূলে ল্যান্ডফল করলেও তার প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। সেই আশঙ্কাই সত্যি হয়েছে। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সীমান্তে ল্যান্ডফল করার পর ঘূর্ণিঝড়টি ছত্তীশগড়ের দিকে সরে গেলেও বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। ফলে বুধবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি অন্তত শুক্রবার পর্যন্ত চলবে বলে পূর্বাভাস রয়েছে।
advertisement
4/6
দফায় দফায় মাইকিং করছে প্রশাসন। পর্যটকদের অনুরোধ করা হয়েছে যেন তারা সৈকতে নামেন ন।। তবে সন্ধ্যা নাগাদ বৃষ্টি কিছুটা কমলেও ঝড়ো হাওয়া অব্যাহত থাকে। অনেকেই সৈকতের ধারে গিয়ে সমুদ্রের ভয়ঙ্কর রূপ উপভোগ করলেও, সমুদ্রে পা ভেজানোর সাহস দেখায়নি পর্যটকরা। মাঝেমধ্যেই ঝড়ো হাওয়া ও প্রবল বৃষ্টি তার তান্ডব লীলা চালাচ্ছে দিঘায়।
advertisement
5/6
বিপাকে পড়েছেন পর্যটকরা থেকে শুরু করে দিঘার ক্ষুদ্র ব্যবসায়ীরা। সমুদ্র তীরের এক ক্ষুদ্র ব্যবসায়ী চন্দন দাস বলেন, “এমনিতেই বুধবার দিনভর বিক্রি একেবারেই বন্ধ। তার ওপর রাতভর ঝড়ো হাওয়া আর প্রবল বৃষ্টিতে বিপাকে পড়েছি আমরা। মাঝেমধ্যে জোর হাওয়ায় দোকানের ছাউনি উড়ে যাচ্ছে। আবার বৃষ্টি কমলেই দোকানে জমে থাকা জল আর প্লাস্টিক সরাতে হিমশিম খেতে হচ্ছে।”
advertisement
6/6
এক পর্যটক মাখন মাইতি বলেন, “অনেক দিন ধরেই দিঘা ঘুরতে আসার পরিকল্পনা করেছিলাম। কিন্তু এসে দেখি প্রবল বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় কোথাও ঘোরা যাচ্ছে না। রাতেও সমুদ্রের কাছেও যেতে দিচ্ছে না পুলিশ। মনটা খুব খারাপ লাগছে, এত কষ্ট করে এসে এমন আবহাওয়ায় কিছুই উপভোগ করতে পারলাম না। তবে রাতে বৃষ্টির মধ্যেই উত্তাল সমুদ্রের রুপ বেশ ভালোই লাগছে।”
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Cyclone Montha Aftermath: শক্তি হারিয়েও দিঘায় তাণ্ডব ঘূর্ণিঝড় 'মন্থা'র! প্রবল বৃষ্টি-ঝড়ো হাওয়ায় উত্তাল সমুদ্র, বিপাকে পর্যটকরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল