Cyclone Jawad Update: দুর্ভোগের জাওয়াদ! আজও দিনভর একটানা বৃষ্টি, জলমগ্ন চাষের জমি, বিশাল ক্ষতিতে চাষিরা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
সোমবার সকালেও কালো মেঘে ঢাকা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ। টানা বৃষ্টিতে জলমগ্ন রাজ্যের বিভিন্ন অঞ্চল।
advertisement
1/5

পূর্বাভাস মিলিয়েই ঘূর্ণিঝড় নয়, নিম্নচাপ হয়েই বাংলায় এসেছে জাওয়াদ (Cyclone Jawad Update)। সেই কারণেই রাতভর বৃষ্টি হয়েছে বাংলার বড় অংশে (West Bengal Weather)। সোমবার সকালেও কালো মেঘে ঢাকা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ। টানা বৃষ্টিতে জলমগ্ন রাজ্যের বিভিন্ন অঞ্চল।
advertisement
2/5
ঘূর্ণিঝড় না হলেও জাওয়াদের প্রভাবে তৈরি হওয়া নিম্নচাপের বৃষ্টিতে ওড়িশার বিস্তীর্ণ অঞ্চলে ফসলের ক্ষতি হয়েছে (Cyclone Jawad Update)। পুরী-কটক সংলগ্ন বেশ কিছু গ্রামে ধান-সহ বিভিন্ন মরসুমি ফসল নষ্ট হয়েছে। নিম্নচাপ কেটে গেলেও জমিতে এখনও জমে রয়েছে জল। কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। সরকারের থেকে সাহায্যের আশায় চাষিরা (West Bengal Weather)।
advertisement
3/5
নিম্নচাপের বৃষ্টিতে ক্ষতির মুখে সাগরের ধান চাষীরা। বৃষ্টিতে জলে ডুবেছে ধানের জমি (Cyclone Jawad Update)। তবে, আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার আরও বৃষ্টির সম্মুখীন হতে হলেও মঙ্গলবার থেকে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হবে (West Bengal Weather)।
advertisement
4/5
জাওয়াদের প্রভাবেই দক্ষিণবঙ্গের হাওড়া, কলকাতা, হুগলি, বীরভূম, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হচ্ছে (Cyclone Jawad Update)। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামেও অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে (West Bengal Weather)।
advertisement
5/5
সুস্পষ্ট নিম্নচাপ বাংলা উপকূলে। আরও শক্তি হারিয়ে নিম্নচাপ রূপে জাওয়াদ বাংলাদেশের দিকে এগিয়ে যাবে। আজ, সোমবারও দিনভর ভারী বৃষ্টির সর্তকতা বাংলাদেশ লাগোয়া তিন জেলায় (Cyclone Jawad Update)। উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সর্তকতা। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানে মাঝারি থেকে ভারি বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস (West Bengal Weather)।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Cyclone Jawad Update: দুর্ভোগের জাওয়াদ! আজও দিনভর একটানা বৃষ্টি, জলমগ্ন চাষের জমি, বিশাল ক্ষতিতে চাষিরা