TRENDING:

Cyclone Dana Alert: ঘূর্ণিঝড়ের অশনি সঙ্কেত! শক্তিশালী ডানার তাণ্ডবে চিন্তায় দিঘা, কাঁথি..উপকূলে সিঁদুরে মেঘ

Last Updated:
Cyclone Dana Alert: ঘূর্ণিঝড়ের এই সতর্কবার্তায় সিঁদুরে মেঘ দেখছে পূর্ব মেদিনীপুর জেলার উপকূলের বাসিন্দারা। কারণ ঘূর্ণিঝড়ের বিভীষিকা জেলার উপকূলের বাসিন্দাদের মনে টাটকা। তাই ইয়াস পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস শুনলেই আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। 
advertisement
1/11
ঘূর্ণিঝড়ের অশনি সঙ্কেত! শক্তিশালী ডানার তাণ্ডবে চিন্তায় দিঘা, কাঁথি..
ঘূর্ণিঝড়ের অশনি সঙ্কেতে সিঁদুরে মেঘ দেখছে উপকূলের বাসিন্দারা। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ বুধবারের মধ্যেই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। শক্তি বাড়িয়ে এই নিম্নচাপ আছড়ে পড়বে উপকূলে।
advertisement
2/11
নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। আবহাওয়া দফতরের আপডেট অনুযায়ী, সাগরদ্বীপ থেকে ৭৭০ কিলোমিটার দূরে এই মুহূর্তে রয়েছে ডানা।
advertisement
3/11
এটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম বা শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে সর্বোচ্চ ১২০ কিলোমিটার গতি নিয়ে সাগরদ্বীপ থেকে পুরীর মধ্যে উপকূল ভাগে প্রবেশ করবে।
advertisement
4/11
হাওয়া অফিস থেকে চরম সতর্কবার্তা দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের এই সতর্কবার্তা সিঁদুরে মেঘ দেখছে পূর্ব মেদিনীপুর জেলার উপকূলের বাসিন্দারা।
advertisement
5/11
কারণ ঘূর্ণিঝড়ের বিভীষিকা জেলার উপকূলের বাসিন্দাদের মনে টাটকা। তাই ইয়াস পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস শুনলেই আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা।
advertisement
6/11
পূর্ব মেদিনীপুর জেলা রাজ্যের উপকূলবর্তী জেলা। এই জেলা নদনদী ও সমুদ্র দ্বারা বেষ্টিত। জেলায় ৬৫ কিলোমিটার উপকূল রয়েছে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের প্রভাব এই উপকূলবর্তী জেলায় প্রতিবারই লক্ষ্য করা যায়। তবে সব থেকে বেশি প্রভাব বিস্তার করে ইয়াস ঘূর্ণিঝড়। ২০২১ সালের ২৬ মে স্থলভাগে আছড়ে পড়ে।
advertisement
7/11
এই ইয়াস ঘূর্ণিঝড়ে কার্যত লণ্ডভণ্ড হয় পূর্ব মেদিনীপুর জেলার উপকূলের ভূভাগ। দিঘা, হলদকাটা, কাঁথি তমলুক-সহ পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা চরম ক্ষতিগ্রস্ত হয়। তারপর থেকেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস হলেই উপকূলবর্তী অঞ্চলের মানুষজনেরা আশঙ্কায় দিন কাটায়।
advertisement
8/11
এ বিষয়ে উপকূলবর্তী এলাকার মানুষজনেরা জানান, 'ইয়াস-এর ভয়ঙ্কর স্মৃতি এখনও মুছে যায়নি। সেবার ঝড়ের পাশাপাশি তীব্র জলোচ্ছ্বাসে সবকিছু ভেসে যায়। ভয়ঙ্কর সে দিন কেটেছিল। কালী পুজোর আগে আবারও সংবাদ মাধ্যমে শোনা যাচ্ছে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়।’
advertisement
9/11
উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। ফলে চিন্তায় ঘুম উড়েছে এলাকাবাসীদের। ইয়াস পরবর্তী সময়ে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকার মানুষজনদের আতঙ্কিত করে চলেছে। এবার ‘ডানা’র ঝাপটা পড়ার আগেই আশঙ্কায় দিন কাটাচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলার উপকূলের মানুষজনেরা।
advertisement
10/11
হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় বৃহস্পতিবার ঘূর্ণিঝড় ওড়িশার পারাদ্বীপ ও পশ্চিমবঙ্গের সাগরের মধ্যবর্তী কোনও স্থানে ল্যান্ডফল করবে। ল্যান্ডফল করার সময় ঘূর্ণিঝড় ‘ডানা’-র রূপ থাকবে সিভিআর সাইক্লোনিক স্টর্ম। অর্থাৎ শক্তিশালী ঘূর্ণিঝড়।
advertisement
11/11
ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ঘূর্ণিঝড় ‘ডানা’র ঝাপটা সামাল দিতে আগাম সতর্কতামূলক প্রদক্ষেপ গ্রহণ করেছে। উপকূলবর্তী এলাকায় চলছে মাইকিং। প্রস্তুত রাখা হয়েছে রেসকিউ সেন্টার। বিভিন্ন নদী বাঁধ ও সমুদ্র বাঁধের পর্যবেক্ষণ চলছে। প্রশাসন এই ঘূর্ণিঝড় মোকাবিলায় সব রকমের প্রস্তুতি সারলেও দুশ্চিন্তার মেঘ ভিড় করছে উপকূলবর্তী মানুষজনদের মনে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Cyclone Dana Alert: ঘূর্ণিঝড়ের অশনি সঙ্কেত! শক্তিশালী ডানার তাণ্ডবে চিন্তায় দিঘা, কাঁথি..উপকূলে সিঁদুরে মেঘ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল